Kishore Kumar Birthday: কিশোর কুমারের জন্মদিনে অভিনব প্রয়াস! কী বললেন পুত্র অমিত কুমার

Last Updated:

Kishore Kumar Birthday: কলকাতায় সাত বছর ধরে অনুষ্ঠিত বিখ্যাত 'তোমায় পড়েছে মনে' সিরিজের কনসার্টগুলি অমিত কুমার, বাপ্পি লাহিড়ী, অভিজিৎ ভট্টাচার্য, কুমার সানু, কবিতা কৃষ্ণমূর্তি-র মতো শিল্পীদের গানের মাধ্যমে কিশোর কুমারের জন্মদিনে এক অনন্য অনুষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ।

‘আয়ে তুম ইয়াদ মুঝে’-এর প্রথম সিজনের ব্যাপক সাফল্যের পর , Theism Events India মুম্বইয়ের রেট্রো শোয়ের দ্বিতীয় সিজন নিয়ে ফিরছে। চলতি বছরে অমিত কুমার, সুদেশ ভোঁসলে এবং অলোক কাটদারের মতো বিশিষ্ট শিল্পীরা কিশোর কুমারের নানা অবতার হিসাবে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন। থাকবেন বেলা সুলাখে, প্রিয়াঙ্কা মিত্র, সপ্তক ভট্টাচার্য, শ্রীজিৎও। মোহিত শাস্ত্রীর তত্ত্বাবধানে  ফিলহারমনিক অর্কেস্ট্রেশন রয়েছে এবং আরজে গৌরব সঞ্চালনা করেছেন। এ ছাড়াও কিশোর কুমার পরিবারের সদস্যদের উপস্থিতি এই সন্ধ্যার বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলা যায়।
অনুষ্ঠানটি আবার শ্রী শানমুখানন্দ চন্দ্রশেকারেন্দ্র সরস্বতী অডিটোরিয়ামে,  অনুষ্ঠিত হয়েছে।  থিজম ইভেন্টস ইন্ডিয়া, কলকাতা ভিত্তিক পঞ্চাশ বছরের পুরনো সংগঠন। এই গ্রুপের বিনোদন শাখা সর্বদা কিশোর কুমারের গুণগ্রাহী। কলকাতায় সাত বছর ধরে অনুষ্ঠিত বিখ্যাত ‘তোমায় পড়েছে মনে’ সিরিজের কনসার্টগুলি অমিত কুমার, বাপ্পি লাহিড়ী, অভিজিৎ ভট্টাচার্য, কুমার সানু, কবিতা কৃষ্ণমূর্তি-র মতো শিল্পীদের গানের মাধ্যমে কিশোর কুমারের জন্মদিনে এক অনন্য অনুষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: রচনার কাছে হারলেন মৌনী! টক্কর দিতে পারলেন না মিঠুনও
অমিত কুমার বলেন,  “আমি এ বার একটু কম শোনা গান বেছে নিয়েছি। এমন অনেক গান আছে যেগুলো খুব ভাল  কিন্তু কম শোনা যায়। আমার বাবা অমিতাভ বচ্চনের জন্য যে গানগুলো গেয়েছিলেন সুদেশ ভোঁসলে সেই গান গাইছেন, আর আমি  গাইছি  আমার বাবার অভিনীত ছবি থেকে, যেমন হুসন ভি হ্যায় উদাস,উদাস ফরেব ছবির গান। পড়োশনের মজার সোলো সঙ মেরে ভোলে বলম। এরকম অনেক গানের পিছনে অনেক গল্প আছে। সেগুলোও বলব। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”
advertisement
থিজম ইভেন্টস-এর অন্যতম পরিচালক রিতম সাহা বলেছেন, “এটি আমাদের সবচেয়ে গর্বিত উদ্যোগগুলির মধ্যে একটি। কলকাতায় বহুবার প্রশংসিত, গত বছর মুম্বইয়ে একটা দুর্দান্ত সাড়া পেয়েছিলাম। আশা করি এ বারও একটি দুর্দান্ত সাড়া পাবো।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kishore Kumar Birthday: কিশোর কুমারের জন্মদিনে অভিনব প্রয়াস! কী বললেন পুত্র অমিত কুমার
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement