Karan Johar : মায়ের জন্য ব্রা কিনতে গিয়েছিলাম, সেখানে বন্ধুরা যা করল...! করণ-হিরুর সমীকরণ যেন সমাজে অজানা

Last Updated:
Karan Johar : হিরু জোহরের শিক্ষার ফলে করণ কখনওই নিজের পৌরুষ নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেননি। একইসঙ্গে নারী শরীর বা পোশাক অথবা অন্তর্বাস নিয়ে নাক সিঁটকানো মনোভাব পোষণ করেননি।
1/7
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির বেশ কিছু মুহূর্ত নিয়ে হইহই পড়ে গিয়েছে চারদিকে। ছক ভেঙে বাণিজ্যিক ছবিতে যেভাবে লিঙ্গকাঠামোকে দুষেছেন পরিচালক করণ জোহর, তাতে মুগ্ধ দর্শক। সেরকমই একটি দৃশ্য নিয়ে কথা বলা যাক।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির বেশ কিছু মুহূর্ত নিয়ে হইহই পড়ে গিয়েছে চারদিকে। ছক ভেঙে বাণিজ্যিক ছবিতে যেভাবে লিঙ্গকাঠামোকে দুষেছেন পরিচালক করণ জোহর, তাতে মুগ্ধ দর্শক। সেরকমই একটি দৃশ্য নিয়ে কথা বলা যাক।
advertisement
2/7
রানির মা (চূর্ণী গঙ্গোপাধ্যায়) অন্তর্বাস কিনতে যান হবু জামাই রকি (রণবীর সিং)-র সঙ্গে। রকির কাছে সেই ঘটনা বেশ আকস্মিক এবং অস্বস্তিকর। আর সেখানেই চূর্ণীর মুখে একটি মনোলগ শোনা যায়। যেখানে তিনি নারী শরীর এবং নারীর পোশাক নিয়ে ছুৎমার্গ নিয়ে কথা বলেন।
রানির মা (চূর্ণী গঙ্গোপাধ্যায়) অন্তর্বাস কিনতে যান হবু জামাই রকি (রণবীর সিং)-র সঙ্গে। রকির কাছে সেই ঘটনা বেশ আকস্মিক এবং অস্বস্তিকর। আর সেখানেই চূর্ণীর মুখে একটি মনোলগ শোনা যায়। যেখানে তিনি নারী শরীর এবং নারীর পোশাক নিয়ে ছুৎমার্গ নিয়ে কথা বলেন।
advertisement
3/7
ছবিমুক্তির পর এক সাক্ষাৎকারে করণকে প্রশ্ন করা হয়, সেই দৃশ্য তাঁর মাথায় কেন এল? তিনি কি কখনও ব্রা কিনতে গিয়েছেন? করণের উত্তরে জানা যায়, মা হিরু জোহরের জন্য ব্রা কিনতে গিয়েছিলেন তিনি।
ছবিমুক্তির পর এক সাক্ষাৎকারে করণকে প্রশ্ন করা হয়, সেই দৃশ্য তাঁর মাথায় কেন এল? তিনি কি কখনও ব্রা কিনতে গিয়েছেন? করণের উত্তরে জানা যায়, মা হিরু জোহরের জন্য ব্রা কিনতে গিয়েছিলেন তিনি।
advertisement
4/7
ঘটনা বর্ণনা করতে গিয়ে করণ বলেন, "আমি বোধহয় একমাত্র যে ওই সময় একজন উদারমনস্ক মায়ের শিক্ষায় বড় হয়েছি। আমার কাছে এই ঘটনা আকস্মিক বা অস্বস্তিকর ছিল না।"
ঘটনা বর্ণনা করতে গিয়ে করণ বলেন, "আমি বোধহয় একমাত্র যে ওই সময় একজন উদারমনস্ক মায়ের শিক্ষায় বড় হয়েছি। আমার কাছে এই ঘটনা আকস্মিক বা অস্বস্তিকর ছিল না।"
advertisement
5/7
তবে তাঁর কিছু বন্ধু দোকানে গিয়েছিলেন সঙ্গে। এক জন পুরুষকে মহিলাদের অন্তর্বাস কিনতে দেখে বেশ চমকে গিয়েছিলেন তাঁরা। অস্বস্তি, লজ্জায় মাথা কাটা যাচ্ছিল তাঁদের।
তবে তাঁর কিছু বন্ধু দোকানে গিয়েছিলেন সঙ্গে। এক জন পুরুষকে মহিলাদের অন্তর্বাস কিনতে দেখে বেশ চমকে গিয়েছিলেন তাঁরা। অস্বস্তি, লজ্জায় মাথা কাটা যাচ্ছিল তাঁদের।
advertisement
6/7
অনেকেই করণকে পরামর্শ দিয়েছিলেন, তিনি যেন তাঁর কোনও মহিলা বন্ধুকে এই কাজটি সঁপে দেন। করণের কথায়, "আমার মা আমাকে এই দায়িত্ব দিয়েছেন। কেন আমি অন্য কাউকে ব্রা কিনতে পাঠাব?"
অনেকেই করণকে পরামর্শ দিয়েছিলেন, তিনি যেন তাঁর কোনও মহিলা বন্ধুকে এই কাজটি সঁপে দেন। করণের কথায়, "আমার মা আমাকে এই দায়িত্ব দিয়েছেন। কেন আমি অন্য কাউকে ব্রা কিনতে পাঠাব?"
advertisement
7/7
এ কথা স্পষ্ট, হিরু জোহরের শিক্ষার ফলে করণ কখনওই নিজের পৌরুষ নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেননি। একইসঙ্গে নারী শরীর বা পোশাক অথবা অন্তর্বাস নিয়ে নাক সিঁটকানো মনোভাব পোষণ করেননি। আর তাঁর এই ছবিতে সে কথাই ফুটে উঠেছে। আর তাই চূর্ণী-রণবীরের দৃশ্যেও হাততালি পড়েছে প্রেক্ষাগৃহে।
এ কথা স্পষ্ট, হিরু জোহরের শিক্ষার ফলে করণ কখনওই নিজের পৌরুষ নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেননি। একইসঙ্গে নারী শরীর বা পোশাক অথবা অন্তর্বাস নিয়ে নাক সিঁটকানো মনোভাব পোষণ করেননি। আর তাঁর এই ছবিতে সে কথাই ফুটে উঠেছে। আর তাই চূর্ণী-রণবীরের দৃশ্যেও হাততালি পড়েছে প্রেক্ষাগৃহে।
advertisement
advertisement
advertisement