খুলছে '৯০-এর বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল, অভিনয়ে মুমতাজ, কিঞ্জল, বিদীপ্তারা

Last Updated:

পরিচালক বলেন, "আমাদের এই ছবি মানুষকে আর একবার ভাবাবে, প্রতিবাদ দীর্ঘজীবী হোক, অপরাধের বিরুদ্ধে সোচ্চার হই আমরা, এটুকুই আশা।''

#কলকাতা: ফের খুলছে বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল। '৯০-এর দশকের ভয়াবহ সেই ঘটনা নিয়ে সামনে আসছেন কিংশুক দে। তৈরি হচ্ছে 'দ্য রেড ফাইলস'। নতুন বাংলা ছবিতে আবারও ধর্ষণের প্রতিবাদ।
'নদী রে তুই', 'আহুতি', 'আইডেন্টিটি', 'ডে'-র পরিচালক কিংশুকের এই ছবির নিবেদনায় ব্লু বেরি এন্টারটেনমেন্ট, প্রযোজনায় মিনু পারেখ ও নীলেশ পারেখ।
advertisement
ছবিতে মুখ্য ভূমিকায় মুমতাজ সরকার, কিঞ্জল নন্দ, বিদীপ্তা চক্রবর্তী, নবাগতা তানিকশা রায়, এবং শ্যামল চক্রবর্তী তাছাড়া দেবপ্রসাদ হালদার, অভিরূপ চৌধুরী, সুব্রত নন্দী, দীপক হালদার, সৌমেন্দ্র ভট্টাচার্য, সুজয় মজুমদার, জুই সরকার, বরুণ চক্রবর্তী, দোয়েল রায় নন্দী, অনিত চক্রবর্তী, সঞ্জীব ঘোষ, সুমন রায়, দেবাঞ্জন মিত্র, বিক্রমজিত মুখোপাধ্যায়, দেবাশিস নাথ, মিশর বসু, মৌসুমী চক্রবর্তী, জাসগুন বির প্রমুখ। ছবির কাহিনি চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন কিংশুক দে। ক্যামেরায় রয়েছেন শুভদীপ নস্কর। ছবির সৃজনশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনা করেছেন সংযুক্তা দেব রায়। সঙ্গীত পরিচালনায় রয়েছেন সৌম্য‌ ঋত।  ছবির সম্পাদনা করছেন অমিত নস্কর। এই ছবির কণ্ঠ সঙ্গীতে থাকছেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, ও সঙ্গীত পরিচালক সৌম্য ঋত।
advertisement
ছবির কাহিনির মূলে বানতলা ধর্ষণ কাণ্ড। পরিচালক কিংশুকের কথায়, ''সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত ধর্ষণ আমাদের সমাজে এক দুরারোগ্য ব্যাধির মতো করে রয়েই গিয়েছে। নারীর প্রতি এই লজ্জাজনক নৃশংস অন্যায়ের দৌরাত্ম বেড়েই চলেছে। মানুষ দাবি করে তারা সভ্য হয়েছে ক্রমশ, কিন্তু এই নৃশংসতার দিকে একটু সময় নিয়ে তাকালে পুরোটাই নিছক মিথ্যে মনে হয়। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে প্রতি বছর ধর্ষণের সংখ্যা যদি সঠিক ভাবে গণনা করা যায় চমকে উঠতে হয়। '৯০-এর দশকের এমনই এক শিউরে ওঠা ঘটনা ছিল বানতলা ধর্ষণ কাণ্ড। একদিকে নৃশংসতা, অন্যদিকে এই ধর্ষণকাণ্ড নিয়ে ঘটে যাওয়া রাজনৈতিক প্রহসন সত্যি আজও আমাকে ভাবায়।''
advertisement
আর সেখান থেকেই এই ছবির গল্প লিখেছেন কিংশুক। এমন অনেক কেস থাকে যেসব নানা কারণে বছরের পর বছর চাপা পরে থাকে হাজার হাজার ফাইলের তলায়। এই সমস্ত ফাইলগুলিকেই 'রেড ফাইলস' বলে। এই ছবি বানতলা ধর্ষণ কাণ্ডের রেড ফাইলস নিয়েই।
১৯৯০ সালে বানতলায় তিন জন মহিলাকে নির্মম ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। কিন্তু প্রমাণের অভাব, আর রাজনৈতিক চাপে শাস্তি পায় না এই ধর্ষণ কাণ্ডের মূলে থাকা আসল অপরাধীরা।
advertisement
পরিচালক বলেন, "আমাদের এই ছবি মানুষকে আর একবার ভাবাবে, প্রতিবাদ দীর্ঘজীবী হোক, অপরাধের বিরুদ্ধে সোচ্চার হই আমরা, এটুকুই আশা।''
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
খুলছে '৯০-এর বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল, অভিনয়ে মুমতাজ, কিঞ্জল, বিদীপ্তারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement