খুলছে '৯০-এর বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল, অভিনয়ে মুমতাজ, কিঞ্জল, বিদীপ্তারা

Last Updated:

পরিচালক বলেন, "আমাদের এই ছবি মানুষকে আর একবার ভাবাবে, প্রতিবাদ দীর্ঘজীবী হোক, অপরাধের বিরুদ্ধে সোচ্চার হই আমরা, এটুকুই আশা।''

#কলকাতা: ফের খুলছে বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল। '৯০-এর দশকের ভয়াবহ সেই ঘটনা নিয়ে সামনে আসছেন কিংশুক দে। তৈরি হচ্ছে 'দ্য রেড ফাইলস'। নতুন বাংলা ছবিতে আবারও ধর্ষণের প্রতিবাদ।
'নদী রে তুই', 'আহুতি', 'আইডেন্টিটি', 'ডে'-র পরিচালক কিংশুকের এই ছবির নিবেদনায় ব্লু বেরি এন্টারটেনমেন্ট, প্রযোজনায় মিনু পারেখ ও নীলেশ পারেখ।
advertisement
ছবিতে মুখ্য ভূমিকায় মুমতাজ সরকার, কিঞ্জল নন্দ, বিদীপ্তা চক্রবর্তী, নবাগতা তানিকশা রায়, এবং শ্যামল চক্রবর্তী তাছাড়া দেবপ্রসাদ হালদার, অভিরূপ চৌধুরী, সুব্রত নন্দী, দীপক হালদার, সৌমেন্দ্র ভট্টাচার্য, সুজয় মজুমদার, জুই সরকার, বরুণ চক্রবর্তী, দোয়েল রায় নন্দী, অনিত চক্রবর্তী, সঞ্জীব ঘোষ, সুমন রায়, দেবাঞ্জন মিত্র, বিক্রমজিত মুখোপাধ্যায়, দেবাশিস নাথ, মিশর বসু, মৌসুমী চক্রবর্তী, জাসগুন বির প্রমুখ। ছবির কাহিনি চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন কিংশুক দে। ক্যামেরায় রয়েছেন শুভদীপ নস্কর। ছবির সৃজনশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনা করেছেন সংযুক্তা দেব রায়। সঙ্গীত পরিচালনায় রয়েছেন সৌম্য‌ ঋত।  ছবির সম্পাদনা করছেন অমিত নস্কর। এই ছবির কণ্ঠ সঙ্গীতে থাকছেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, ও সঙ্গীত পরিচালক সৌম্য ঋত।
advertisement
ছবির কাহিনির মূলে বানতলা ধর্ষণ কাণ্ড। পরিচালক কিংশুকের কথায়, ''সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত ধর্ষণ আমাদের সমাজে এক দুরারোগ্য ব্যাধির মতো করে রয়েই গিয়েছে। নারীর প্রতি এই লজ্জাজনক নৃশংস অন্যায়ের দৌরাত্ম বেড়েই চলেছে। মানুষ দাবি করে তারা সভ্য হয়েছে ক্রমশ, কিন্তু এই নৃশংসতার দিকে একটু সময় নিয়ে তাকালে পুরোটাই নিছক মিথ্যে মনে হয়। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে প্রতি বছর ধর্ষণের সংখ্যা যদি সঠিক ভাবে গণনা করা যায় চমকে উঠতে হয়। '৯০-এর দশকের এমনই এক শিউরে ওঠা ঘটনা ছিল বানতলা ধর্ষণ কাণ্ড। একদিকে নৃশংসতা, অন্যদিকে এই ধর্ষণকাণ্ড নিয়ে ঘটে যাওয়া রাজনৈতিক প্রহসন সত্যি আজও আমাকে ভাবায়।''
advertisement
আর সেখান থেকেই এই ছবির গল্প লিখেছেন কিংশুক। এমন অনেক কেস থাকে যেসব নানা কারণে বছরের পর বছর চাপা পরে থাকে হাজার হাজার ফাইলের তলায়। এই সমস্ত ফাইলগুলিকেই 'রেড ফাইলস' বলে। এই ছবি বানতলা ধর্ষণ কাণ্ডের রেড ফাইলস নিয়েই।
১৯৯০ সালে বানতলায় তিন জন মহিলাকে নির্মম ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। কিন্তু প্রমাণের অভাব, আর রাজনৈতিক চাপে শাস্তি পায় না এই ধর্ষণ কাণ্ডের মূলে থাকা আসল অপরাধীরা।
advertisement
পরিচালক বলেন, "আমাদের এই ছবি মানুষকে আর একবার ভাবাবে, প্রতিবাদ দীর্ঘজীবী হোক, অপরাধের বিরুদ্ধে সোচ্চার হই আমরা, এটুকুই আশা।''
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
খুলছে '৯০-এর বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল, অভিনয়ে মুমতাজ, কিঞ্জল, বিদীপ্তারা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement