কয়েক দিনের মধ্যেই আসতে চলেছে, নতুন পর্বের শুরু, জন্মদিনে কিসের ঈঙ্গিত সুস্মিতার

Last Updated:

যখন বলিউডে কেউ ভাবতেই পারেনি, তখন সিঙ্গল মাদার হয়েছেন সুস্মিতা। আজও তিনি অবিবাহিত। তাঁর দুই দত্তক কন্যাই তাঁর জীবন সম্পূর্ণ করেছেন।

#মুম্বই: ৪৭-এ পা। গুটি গুটি পায়ে ৫০-এর দিকে এগোচ্ছেন দুই কন্যার মা। কিন্তু চেহারায়, যাপনে, জীবনবোধে আজও তারুণ্য ঠিকরে পড়ছে। তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী বারবার ছক ভেঙে সবাইকে অবাক করেছেন। আজ সেই বঙ্গতনয়ার জন্মদিন। শুভ দিনে অদ্ভুত একটি পোস্ট দিয়ে ধন্দে ফেললেন নিজের অনুরাগীদের।
কিসের সূচনার ইঙ্গিত দিলেন তিনি ইনস্টাগ্রামে? রোদে ভেজা নিজের ছবির সঙ্গে একটি লেখা লিখলেন তিনি, 'অবশেষে ৪৭! গত ১৩ বছর ধরে যেই নম্বরটি আমায় অনুসরণ করছে। অপূর্ব এক বছর আসতে চলেছে। বহু দিন ধরেই সে কথা জানি। আর তার আগমনের খবর দেওয়ার সময়ে খুব উৎফুল্ল বোধ করছি। দুগ্গা দুগ্গা। সবাইকে ভালবাসা।'
advertisement
advertisement
advertisement
কোন আগমন, কিসের সূচনা, কিসের শুরুর কথা বলছেন সুস্মিতা? ধোঁয়াশা ভরা পোস্টে এই প্রশ্নই বারবার উঠছে।
advertisement
যখন বলিউডে কেউ ভাবতেই পারেনি, তখন সিঙ্গল মাদার হয়েছেন সুস্মিতা। আজও তিনি অবিবাহিত। তাঁর দুই দত্তক কন্যাই তাঁর জীবন সম্পূর্ণ করেছেন। আর সে কথা বারবার নিজে মুখে স্বীকার করেছেন তিনি। কোনও পুরুষের সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রয়োজন বোধ করেননি অভিনেত্রী। কিন্তু রোহমান শলের সঙ্গে প্রেম, বিচ্ছেদ, ললিত মোদির সঙ্গে প্রেমের গুঞ্জন, বারবার তাঁর জীবনের বিভিন্ন পর্ব শিরোনামে উঠে এসেছে। সুস্মিতাকে কটাক্ষ করতেও ছাড়েনি অনেকে। তাঁর চরিত্রহননে উঠে পড়ে লেগেছে বহু মানুষ। কিন্তু তাঁকে টলানো অত সহজ নয়, তা প্রমাণ করেছেন খোদ 'আরিয়া'।
advertisement
তবে এবার অপেক্ষা তাঁর জীবনের নতুন পর্বের। যে কথার আভাস তিনি দিলেন বটে, কিন্তু নাগাল পেল না কেউই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কয়েক দিনের মধ্যেই আসতে চলেছে, নতুন পর্বের শুরু, জন্মদিনে কিসের ঈঙ্গিত সুস্মিতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement