KIFF 2023: বলি থেকে টলি, ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট! রয়েছে একগুচ্ছ মেগা চমক

Last Updated:

KIFF 2023: বুধবার সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঢাকে কাঠি পড়ল। আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

 KIFF-এ চাঁদের হাট, উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির তালিকায় সলমন-কমল-সোনাক্ষী
KIFF-এ চাঁদের হাট, উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির তালিকায় সলমন-কমল-সোনাক্ষী
কলকাতা: বুধবার সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি পড়ল। আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবছর ৪৯ টি দেশের মোট ২১৯ টি ছবি দেখানো হবে ২৩ টি ভেন্যুতে। এরমধ্যে রয়েছে ১৬৯ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র।
এবছর চলচ্চিত্র উৎসবের টাইটেল সং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় ও পরিকল্পনায় তৈরি হয়েছে। গানটি গেয়েছেন বাংলার ছেলে অরিজিৎ সিং। ৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন সলমন খান, অনিল কাপুর, কমল হাসান সহ অনেক বিশিষ্ট অতিথিরা।
advertisement
advertisement
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। এবছর থালি গার্ল কৌশানী মুখোপাধ্যায়।
বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং আর্থিক পুরস্কারও প্রদান করা হবে। বুধবার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, অরিন্দম শীল, চিরঞ্জিত চক্রবর্তী ও সুদেষ্ণা রায়। এবছরের ক্যাচ লাইন বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KIFF 2023: বলি থেকে টলি, ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট! রয়েছে একগুচ্ছ মেগা চমক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement