মুম্বই : জয়সলমীরের সূর্যগড়ে সাতপাকে বাঁধা পড়বেন কিয়ারা ও সিদ্ধার্থ৷ হেরিটেজ এই হোটেলে ৪ ফেব্রুয়ারি থেকেই নাকি শুরু হয়েছে প্রাক বিবাহ উৎসব৷ বিয়ের দিন শোনা গিয়েছিল ৬ ফেব্রুয়ারি৷ কিন্তু পরে শোনা যায় দিনক্ষণ নাকি পিছিয়ে গিয়েছে৷
তবে দিন ক্ষণ নিয়ে গুঞ্জন যা-ই থাকুক না কেন, বীণা নাগড়া কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জয়লসমীরে৷ সেলেব্রিটি এই মেহেন্দিশিল্পী এবং তাঁর সহকারীরাই সাজাবেন কিয়ারা ও পরিবারের অন্য সদস্যদের৷ এর আগে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ-সহ একাধিক বলিউড তারকাকে বিয়ের দিন সাজিয়েছেন বীণা৷
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে জয়সলমীর যাওয়ার কথা পোস্ট করেছেন বীণা৷ নিজের ছবি পোস্ট করে লিখেছেন ‘রাজকীয় জমকালো বিয়ের আসরে’-এর জন্য তিনি রাজপুতানার এক শহরে যাচ্ছেন৷
আরও পড়ুন : সোনার কেল্লার শহরে সূর্যগড়ে কার হাতে সাজছেন কনে কিয়ারা? জেনে নিন বিয়েবাড়ির খবর
প্রসঙ্গত, বিজ্ঞাপনী ছবির জন্য কিয়ারার হাতে মেহেন্দি পরানোর ছবি এর আগেও শেয়ার করেছেন বীণা৷ সেই বিজ্ঞাপনের জন্য কিয়ারা সেজেছিলেন নববধূর সাজেই৷ গোলাপি লেহেঙ্গা, সঙ্গে মানানসই ভারী অলঙ্কারে সজ্জিতা কিয়ারার হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিলেন বীণা৷
৪ ও ৫ ফেব্রুয়ারি সিদ্ধার্থ কিয়ারার প্রাক বিয়ের অনুষ্ঠান মেহেন্দি, সঙ্গীত, হলদি অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা৷ তবে সামাজিক মাধ্যমে কোনও ছবিই এখনও প্রকাশ্যে আসেনি৷ তবে তাঁদের বিয়েতে যোগ দিতে করণ জোহর, মনীশ মালহোত্রা, শাহিদ কপূর, মীরা রাজপুত-সহ অন্যান্য বলিউড তারকারা অতিথি হিসেবে সোনার কেল্লার শহরে আসবেন বলে খবর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kiara Advani, Mehendi, Sidharth Malhotra