হোম /খবর /বিনোদন /
বধূবেশে কিয়ারার হাত রাঙিয়ে তুলতে জয়লসমীরে হাজির এই সেলেব্রিটি মেহেন্দি শিল্পী

Kiara Advani-Sidharth Malhotra Wedding: বধূবেশে কিয়ারার হাত রাঙিয়ে তুলতে জয়লসমীরে হাজির এই সেলেব্রিটি মেহেন্দি শিল্পী

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে জয়সলমীর যাওয়ার কথা পোস্ট করেছেন বীণা

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে জয়সলমীর যাওয়ার কথা পোস্ট করেছেন বীণা

Kiara Advani-Sidharth Malhotra Wedding: নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে জয়সলমীর যাওয়ার কথা পোস্ট করেছেন বীণা৷ নিজের ছবি পোস্ট করে লিখেছেন ‘রাজকীয় জমকালো বিয়ের আসরে’-এর জন্য তিনি রাজপুতানার এক শহরে যাচ্ছেন

  • Share this:

মুম্বই : জয়সলমীরের সূর্যগড়ে সাতপাকে বাঁধা পড়বেন কিয়ারা ও সিদ্ধার্থ৷ হেরিটেজ এই হোটেলে ৪ ফেব্রুয়ারি থেকেই নাকি শুরু হয়েছে প্রাক বিবাহ উৎসব৷ বিয়ের দিন শোনা গিয়েছিল ৬ ফেব্রুয়ারি৷ কিন্তু পরে শোনা যায় দিনক্ষণ নাকি পিছিয়ে গিয়েছে৷

তবে দিন ক্ষণ নিয়ে গুঞ্জন যা-ই থাকুক না কেন, বীণা নাগড়া কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জয়লসমীরে৷ সেলেব্রিটি এই মেহেন্দিশিল্পী এবং তাঁর সহকারীরাই সাজাবেন কিয়ারা ও পরিবারের অন্য সদস্যদের৷ এর আগে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ-সহ একাধিক বলিউড তারকাকে বিয়ের দিন সাজিয়েছেন বীণা৷

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে জয়সলমীর যাওয়ার কথা পোস্ট করেছেন বীণা৷ নিজের ছবি পোস্ট করে লিখেছেন ‘রাজকীয় জমকালো বিয়ের আসরে’-এর জন্য তিনি রাজপুতানার এক শহরে যাচ্ছেন৷

আরও পড়ুন :  সোনার কেল্লার শহরে সূর্যগড়ে কার হাতে সাজছেন কনে কিয়ারা? জেনে নিন বিয়েবাড়ির খবর

প্রসঙ্গত, বিজ্ঞাপনী ছবির জন্য কিয়ারার হাতে মেহেন্দি পরানোর ছবি এর আগেও শেয়ার করেছেন বীণা৷ সেই বিজ্ঞাপনের জন্য কিয়ারা সেজেছিলেন নববধূর সাজেই৷ গোলাপি লেহেঙ্গা, সঙ্গে মানানসই ভারী অলঙ্কারে সজ্জিতা কিয়ারার হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিলেন বীণা৷

 

৪ ও ৫ ফেব্রুয়ারি সিদ্ধার্থ কিয়ারার প্রাক বিয়ের অনুষ্ঠান মেহেন্দি, সঙ্গীত, হলদি অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা৷ তবে সামাজিক মাধ্যমে কোনও ছবিই এখনও প্রকাশ্যে আসেনি৷ তবে তাঁদের বিয়েতে যোগ দিতে করণ জোহর, মনীশ মালহোত্রা, শাহিদ কপূর, মীরা রাজপুত-সহ অন্যান্য বলিউড তারকারা অতিথি হিসেবে সোনার কেল্লার শহরে আসবেন বলে খবর৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Kiara Advani, Mehendi, Sidharth Malhotra