নায়ক হতে চেয়েছিলেন খৈয়াম, হয়ে গেলেন সঙ্গীত পরিচালক

Last Updated:

সঙ্গীত পরিচালক হওয়াটা একেবারেই নাকি ভাগ্যের ফের এরকম নাকি কোনও প্ল্যানই ছিল না, জনপ্রিয় সঙ্গীত পরিচালক খৈয়ামের ৷

#মুম্বই: সঙ্গীত পরিচালক হওয়াটা একেবারেই নাকি ভাগ্যের ফের এরকম নাকি কোনও প্ল্যানই ছিল না, জনপ্রিয় সঙ্গীত পরিচালক খৈয়ামের ৷ তিনি তো আসলে হতে চেয়েছিলেন সিনেমার নায়ক ৷
খৈয়ামের বয়স তখন ১০ বছর ৷ থাকতেন পঞ্জাবের এক গ্রামে, হঠাৎই বাড়ি থেকে পালিয়ে খৈয়াম চলে আসেন দিল্লিতে কাকার কাছে ৷ দিল্লিতে শুরু করেন পড়াশুনো ৷ কিন্তু তখন খৈয়ামের মন সিনেমার দিকে৷ পড়াশুনোর পাশাপাশি গানের শিক্ষাও শুরু করেন খৈয়াম ৷ পণ্ডিত অমরনাথ ও পণ্ডিত হুসনলালের কাছ থেকে সঙ্গীত শিক্ষা পান ৷ আর এই সময় থেকেই গানের প্রতি অনুরাগ তৈরি হয় ৷ আর সেখান থেকেই সঙ্গীত পরিচালক হওয়ার স্বপ্ন ৷
advertisement
স্বপ্নের শুরু ১৯৫৩ সালে মুক্তি পাওয়া ফুটপাথ ছবি থেকে ৷ এই ছবি দিয়েই সঙ্গীত পরিচালক হিসেবে তাঁর কেরিয়ার শুরু ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
নায়ক হতে চেয়েছিলেন খৈয়াম, হয়ে গেলেন সঙ্গীত পরিচালক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement