অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ডিগ্রি পেলেন কৌশিক পুত্র উজান গঙ্গোপাধ্যায়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তাঁর অভিনীত ছবি লক্ষ্মী ছেলে দারুণ সাফল্য পেয়েছে৷ ছবি হাউজফুল হচ্ছে নিয়মিত৷
#কলকাতা: তিনি লক্ষ্মী ছেলে৷ আক্ষরিক অর্থেই লক্ষ্মী! বাবা-মায়ের নাম উজ্জ্বল করছেন তিনি৷ কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সুপুত্র উজান গঙ্গোপাধ্যায়ের ছবি মুক্তি পেয়েছে৷ এবং রমরম করে হলে চলছে লক্ষ্মী ছেলে৷ তারই মধ্যে এল সুখবর৷ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হলেন তিনি ফার্স্ট ক্লাস নম্বর পেয়ে৷ নিজেই সে কথা জানিয়েছেন উজান৷ স্বাভাবিকভাবে গঙ্গোপাধ্যায় পরিবার অত্যন্ত খুশি৷ একদিকে অভিনয় জগতে নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করছেন উজান, অন্যদিকে মাস্টার ডিগ্রিতে দারুণ ফল৷ সব মিলিয়ে কৌশিক পুত্রের সময়টা খুবই ভাল যাচ্ছে৷
advertisement
বাবা-মা দু’জনেই অত্যন্ত ব্যস্ত৷ সেই ব্যস্ততার মধ্যেই ছেলের প্রতি খুব যত্নশীল কৌশিক-চূর্ণী৷ ছেলেকে মুক্ত পরিবেশে বড় করেছেন দু’জনে৷ নিজেদের সিদ্ধান্ত কখনও চাপিয়ে দেননি ছেলের উপর৷ উল্টে ছোট থেকেই উজান নিজেই যাতে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাই সেখানও হয়েছে৷ ছেলের প্রতি দায়িত্ব পালনে কোনও ত্রুটি করেননি দুই তারকা পরিচালক-অভিনেতা৷
advertisement
ছোট থেকে উজান নিজেও খুব বুদ্ধিমান এবং প্রতিভাবান ছিল৷ শুধু পড়াশুনা নয়, অন্যান্য আরও বিষয়ও তিনি ছিলেন ট্যালেন্টেড৷ বাবা এবং মায়ের পথে হেঁটে উজান বেছে নিয়েছেন অভিনয়৷ ভবিষ্যতে তিনি গল্প লিখতে চান, News18 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন উজান৷
advertisement
বাবা এবং মায়ের সঙ্গে উজানের বন্ধুতার সম্পর্ক৷ সব বিষয় নিয়ে আলোচনা হয় তাদের৷ বসে পারিবারিক আড্ডা৷ বাবার পরিচালনায় নিজের দ্বিতীয় ছবিতে অভিনয় করছেন উজান৷ ইতিমধ্যেই লক্ষ্মী ছেলে ছবিটি বক্স অফিসে সাফল্য পেয়েছে৷ তার মধ্যেই এসেছে তাঁর স্নাতকোত্তরের মার্কশিট৷ যা নিয়ে গর্বিত সকলে৷ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ফিল্মের সেন্সরশিপ নিয়ে পড়াশুনা করতে গিয়েছিলেন উজান৷ করেছেন দুর্দান্ত ফল৷ বাস্তবেও যে তিনি লক্ষ্মী ছেলে, বুঝিয়ে দিলেন উজান গঙ্গোপাধ্যায়৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2022 8:28 PM IST