বাবার শ্যুটিং আটকে গিয়েছিল আমার জন্য: উজান গঙ্গোপাধ্যায়

Last Updated:

কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে লক্ষ্মী ছেলে৷ তার আগে আড্ডায় কৌশিক পুত্র উজান৷ বাবার পরিচালনায় এবার পর্দায় উজান৷ জানালেন এর আগেও বাবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা৷

#কলকাতা: কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে লক্ষ্মী ছেলে৷ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে উজান গঙ্গোপাধ্যায়৷ অন্ধবিশ্বাস-কুসংস্কারের বিরুদ্ধে গর্জে উঠবে এই ছবি৷ আপাতত ছবির প্রচারে ব্যস্ত ছবির নায়ক উজান৷ তাঁর এটি দ্বিতীয় ছবি৷ এবং দ্বিতীয় ছবিতে বাবার সঙ্গে কাজ করতে পারার অভিজ্ঞতা খুবই ভাল, জানিয়েছেন কৌশিক পুত্র৷ তবে এর আগেও বাবার ছবিতে কাজ করেছেন তিনি৷ এবং তাঁর কারণেই থেমে গিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের শ্যুটিং, বলছেন অভিনেতা৷
কী হয়েছিল সেটে? আসলে এটি ছিল একটি টেলিফিল্ম৷ নাম উল্কা৷ কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেও অভিনয় করেছিলেন৷ উজানের বয়স তখন খুব কম৷ তাঁর চরিত্রের নামও ছিল উজান, কারণ সেই নামে না ডাকলে তখন সে সাড়া দিতে জানত না৷ উজানের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অপরাজিতা আঢ্য৷ সেই ছোটবেলা থেকেই খুব নিয়মানুবর্তীতায় বড় হয়েছেন উজান৷ তাঁর মা অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় সন্তান পালন করেছেন খুবই দক্ষতার সঙ্গে৷ কখনও তিনি ছোট্ট উজানের উপর নিজের মতামত চাপিয়ে দিতে চাননি, বরং ছেলেকেই শিখিয়েছেন শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে৷ লক্ষ্মী ছেলে ছবির প্রচারে নিউজ১৮ বাংলার ফেসবুক লাইভে শোনা গেল সেই গল্প৷ যা হয়ত বহু বাবা-মায়ের কাছে সন্তান বড় করার টিপস হিসেবেও কাজ করতে পারে৷
advertisement
advertisement
উজান জানান, ছোট বেলায় সোমবার ছিল আমার চিপস খাবার দিন৷ দিনটি আমিই বেছে নিয়েছিলাম৷ তবে সেই সময় পাহাড়ে শ্যুট করতে গিয়ে পুরো ইউনিটের কারও মনে ছিল না যে দিনটি সোমবার৷ কিন্তু আমি তো চিপসের আশায় বসে ছিলাম৷ কিছুতেই কাজ করতে চাইছিলাম না আর চিপসের জন্য কান্না জুড়েছিলাম৷ পরে চিপস দিয়ে আমায় শান্ত করা হয়েছিল৷ আর একবার অপরাজিতা আঢ্যর হাসি শুনে কেঁদে ফেলেছিলাম৷
advertisement
View this post on Instagram

A post shared by Ujaan (@youganguly)

advertisement
আপাতত লক্ষ্মী ছেলে মুক্তির অপেক্ষায় সকলে৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির গল্প মন ছুঁয়ে যায়৷ তিনি গল্প বলতে ভালবাসেন এবং তাঁর ছবিতেও উঠে আসে সাধারণ মানুষের কথা৷ ছবির প্রচারেও রয়েছে অভিনবত্ব৷ পথ নাটিকার মাধ্যমে তুলে ধরা হচ্ছে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ, যার কথা বলে লক্ষ্মী ছেলে ছবিটিও৷ এভাবে প্রচারের সময় সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে যেতে পেরেও আপ্লুত উজান৷ এভাবে তিনিও সাধারণের মধ্যে এবং সাধারণভাবেই জীবনে এগিয়ে যেতে চান, ফেসবুক লাইভে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবার শ্যুটিং আটকে গিয়েছিল আমার জন্য: উজান গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement