Katrina Kaif : ক্যাটরিনার জীবনে এলো নতুন 'বেবি'! ভিকি নয়, অন্য পুরুষের সঙ্গে রোম্যান্স নায়িকার

Last Updated:

Katrina Kaif : রাজকীয় কায়দায় বিয়ের আসর বসেছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই ভিকির বদলে অন্য পুরুষকে বেবি বলে ডাকছেন ক্যাটরিনা।

ক্যাটরিনার জীবনে এলো নতুন 'বেবি'! ভিকি নয়, অন্য পুরুষের সঙ্গে রোম্যান্স নায়িকার
ক্যাটরিনার জীবনে এলো নতুন 'বেবি'! ভিকি নয়, অন্য পুরুষের সঙ্গে রোম্যান্স নায়িকার
#মুম্বই: বিয়ের মাত্র কয়েক মাস হয়েছে। কিন্তু ভিকি কৌশল (Vicky Kaushal) নয়। ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) জীবনে এলো নতুন 'বেবি'। রাজকীয় কায়দায় বিয়ের আসর বসেছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই ভিকির বদলে অন্য পুরুষকে বেবি বলে ডাকছেন ক্যাটরিনা। আর সেই পুরুষের নাম হল ধারিয়া কারওয়া (Dhariya Karwa)।
শকুন বাত্রা পরিচালিত গেহেরাইয়া ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ধারিয়াকে। তার পর থেকে তিনি পরিচিত মুখ। তাঁকেই বেবি বলে ডাকছেন ক্যাটরিনা। একটু অপেক্ষা করে যান। ক্যাটরিনার উপরে এখনই খড়্গহস্ত হবেন না। এক নরম পানীয়ের বিজ্ঞাপনে ক্যাটরিনাকে বহু বছর ধরে দেখা গিয়েছে। এবার সেই পানীয়ের বিজ্ঞাপনেই ক্যাটরিনার সঙ্গে দেখা গিয়েছে ধারিয়াকে। বুধবার নিজের ইনস্টাগ্রামে সেই বিজ্ঞাপন চিত্রটি নিজেই শেয়ার করেছেন ক্যাটরিনা (Katrina Kaif)।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

advertisement
দেখে আন্দাজ করা যায়, বিজ্ঞাপনটি শ্যুট করা হয়েছে মলদ্বীপে। সেই বিজ্ঞাপনেই ক্যাটরিনা ধারিয়াকে বেবি বলে সম্বোধন করেছেন। তবে গেহেরাইয়া-র অভিনেতাকে চিনতে দেরী হয়নি নেটিজেনের। ক্যাটরিনার (Katrina Kaif) সঙ্গে ধারিয়ার রসায়নও পছন্দ করেছেন দর্শকরা। কেউ কমেন্টে লিখেছেন, "দুজনের রসায়ন তো দারুণ।" আবার কেউ মজা করে লিখেছেন, "ভিকি কৌশল জানতে চাইছে, আপনারা দুজন কোথায় আছেন।"
advertisement
প্রসঙ্গত, ২০২১ এর ডিসেম্বরে ক্যাটরিনা ও ভিকি কৌশল (Vicky Kaushal) গাঁটছড়া বাঁধেন। কাজের দিক থেকে ক্যাটরিনা এখন ব্যস্ট টাইগার ৩-র শ্যুটিং নিয়ে। এছাড়া তাঁর হাতে আছে 'ফোন ভূত'। অন্যদিকে গেহেরাইয়া ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন ধারিয়া কারওয়া।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif : ক্যাটরিনার জীবনে এলো নতুন 'বেবি'! ভিকি নয়, অন্য পুরুষের সঙ্গে রোম্যান্স নায়িকার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement