Kartik Aaryan in Kolkata: হাওড়া ব্রিজে যানচলাচল থমকে গেল কার্তিকের শ্যুটে! একাধিক টলিতারকাকে হারিয়ে 'ভুল ভুলাইয়া ৩'-এ বাংলা নাট্যজগতের অভিনেতা, নামেই চমক!

Last Updated:

Kartik Aaryan in Kolkata for Bhool Bhulaiyaa 3 shooting: ‘রুহ বাবা’ রূপে হাওড়া ব্রিজে যান চলাচল প্রায় বন্ধই করে দিলেন বলি তারকা। ‘ভুল ভুলাইয়া ৩’ শ্যুটিংয়ে ভরা গ্রীষ্মে কার্তিক আগমন ঘটল বাংলার মাটিতে। তারকার ভক্তদের ভিড় দেখে ভিড়মি খেতে হয়।

হাওড়ায় কার্তিক আরিয়ান! টলিতারকাদের হারিয়ে ভুল ভুলাইয়া ৩-এ বাংলা নাটকের অভিনেতা!
হাওড়ায় কার্তিক আরিয়ান! টলিতারকাদের হারিয়ে ভুল ভুলাইয়া ৩-এ বাংলা নাটকের অভিনেতা!
কলকাতা: শহরে কার্তিক আরিয়ান। ‘রুহ্‌ বাবা’ রূপে হাওড়া ব্রিজে যান চলাচল প্রায় বন্ধই করে দিলেন বলি তারকা। ‘ভুল ভুলাইয়া ৩’ শ্যুটিংয়ে ভরা গ্রীষ্মে কার্তিক আগমন ঘটল বাংলার মাটিতে। তারকার ভক্তদের ভিড় দেখে ভিড়মি খেতে হয়। ‘ভুলভুলাইয়া ২’-এর মতো সাজেই দেখা গিয়েছিল অভিনেতাকে। মাথায় কালো বান্ডানা, পরনে কালো আলখাল্লা ও রুদ্রাক্ষের মালা, চোখে রোদচশমা। মঙ্গলবার সকালের হাওড়া ব্রিজে মোটরবাইকে চালকের আসনে কার্তিক।
সূত্রের খবর, এই ছবিতে বাঙালি এক অভিনেতার প্রয়োজন ছিল। টলিউডের একাধিক তাবড় তারকা নাকি অডিশন দিয়েছিলেন, কিন্তু কেউই সুযোগ পাননি। তাঁদের বদলে বেছে নেওয়া হয়েছে নাট্যজগতের তরুণ অভিনেতা তনভিরুল ইসলামকে।
advertisement
advertisement
advertisement
২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’ মুক্তি পেয়েছিল। মুখ্য ভূমিকায় অভিন করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অক্ষয় কুমার। ২০২২ সালে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া ২’। দ্বিতীয় ছবিতে কার্তিক মুখ্য ভূমিকায় কাজ করেছিলেন। যেখানে কার্তিকের সঙ্গে দেখা গিয়েছিল টাব্বু এবং কিয়ারা আডবাণীকে।
advertisement
তবে তৃতীয় কিস্তিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে তৃপ্তি ডিমরিকে। ১৭ বছর পরে প্রথম কিস্তির মতো তৃতীয় কিস্তিতে ফিরছেন বিদ্যা বালন। টাব্বুর পর আবার ‘মঞ্জুলিকা’র চরিত্রে বিদ্যার আগমন নিয়ে সকলেই খুশি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kartik Aaryan in Kolkata: হাওড়া ব্রিজে যানচলাচল থমকে গেল কার্তিকের শ্যুটে! একাধিক টলিতারকাকে হারিয়ে 'ভুল ভুলাইয়া ৩'-এ বাংলা নাট্যজগতের অভিনেতা, নামেই চমক!
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement