Kartik Aaryan in love: প্রেমে পড়লেন কার্তিক আরিয়ান! খোলাখুলি জানাচ্ছেনও সে কথা!
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kartik Aaryan in love: আবার তিনি প্রেমে পড়েছেন। না না, একথা গুজব নয়, কার্তিক নিজেই প্রকাশ্যে এই কথা স্বীকার করেছেন।
মুম্বই : কার্তিক আরিয়ান (Kartik Aaryan) বলিউড অভিনেতাদের মধ্যে একজন যাঁর মহিলা ফ্যান ফলোয়ারের অন্ত নেই। মেয়েরা কার্তিকের চেহারা এবং অভিনয়ে অসম্ভব পাগল। তিনি বলিউডের এমন একজন অভিনেতা, যিনি খুব অল্প সময়ে তাঁর কঠোর পরিশ্রম দিয়ে ইন্ডাস্ট্রিতে বেশ শক্তপোক্ত জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্র জগতে কার্তিক প্রায়শই তাঁর প্রেমের সম্পর্কের জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি আবার কার্তিক খবরের শিরোনামে, আবার তিনি প্রেমে পড়েছেন। না না, একথা গুজব নয়, কার্তিক নিজেই প্রকাশ্যে এই কথা স্বীকার করেছেন।
আবারও প্রেমে পড়লেন কার্তিক
কার্তিক আরিয়ান সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় এবং প্রায়শই তিনি ভক্তদের জন্য তাঁর জীবনের নানান মুহূর্তের ছবি এবং ভিডিও শেয়ার করেন। সম্প্রতি তিনি একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন। ওই স্পেশাল পোস্টে একজন বিশেষ অতিথিও রয়েছেন, যাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেতা। কার্তিক আরিয়ান, যিনি এখনও পর্যন্ত তাঁর সম্পর্কের বিষয়ে খুব একটা খোলামেলা কথা বলেন না, সেই কার্তিকই সবাইকে প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি আবার প্রেমে পড়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন : বিয়ের পরে আয়েশ করে খিচুড়ি-বেগুনভাজার স্বাদে বুঁদ মৌনী
কার প্রেমে পড়েছেন কার্তিক?
ফ্যানদের জানিয়ে রাখি, কার্তিক কিন্তু কোনও মেয়ের প্রেমে পড়েনি, কিন্তু খুব কিউট দেখতে এক কুকুর ছানার প্রেমে পাগল হয়েছেন তিনি। আসলে, কার্তিক আরিয়ান সম্প্রতি একটি মিষ্টি সাদা রঙের কুকুর ছানা নিয়েছেন, যার নাম রেখেছেন কটোরি আরিয়ান। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন- 'বোলার, আমি আবার প্রেমে পড়েছি। এবার দেখা করুন কটোরি আরিয়ানের সঙ্গে’।
advertisement

ভক্তরা কার্তিকের স্টাইলে পাগল
এই ছবিতে কার্তিক আরিয়ানকে পিচ হুডিতে খুব সুন্দর দেখাচ্ছে। কার্তিক আরিয়ানের এই ছবি তার ভক্তদের পাশাপাশি অনেক তারকারও পছন্দ হয়েছে।
আরও পড়ুন : কিয়ারার রূপ যেন চাঁদের আলোর মতোই নরম
২০২১ সালে কার্তিক শিরোনামে ছিলেন
advertisement
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই বলি তারকা ২০২১ সালে অনেক খবরেরই শিরোনামে উঠে এসেছিলেন। 'দোস্তানা ২' (Dostana 2) থেকে বেরিয়ে আসার পর, কার্তিক এবং করণ জোহরের (Karan Johar) মধ্যে দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল। কার্তিককে শুধু ফিল্ম থেকে বাদই দেওয়া হয়নি, করণের প্রোডাকশন হাউস অর্থাৎ ধর্ম প্রোডাকশন তাঁকে রীতিমতো ব্ল্যাক লিস্টেডও করে দিয়েছিল। তবে এ বিষয়ে কোনও পক্ষই মুখ খুলতে চাননি, নীরবতা পালিত হয়েছে দু'দিক থেকেই।
advertisement
কার্তিকের আসন্ন সিনেমা
কার্তিককে আগামীতে দেখা যাবে 'শেহজাদা' (Shehzada), 'ভুল ভুলাইয়া ২' (Bhool Bhulaiyaa 2) এবং 'ক্যাপ্টেন ইন্ডিয়া' (Captain India) ইত্যাদি ছবিতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 2:34 PM IST