বসুদার সঙ্গে আমার প্রথম কাজ, বাঙালি পরিচালকের ছবিতে নায়ক, উৎফুল্ল কার্তিক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
বলিপাড়ায় জল্পনা ছিল 'আশিকি ৩'-তে নায়কের ভূমিকায় অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা। সেই জল্পনায় জল ঢাললেন কার্তিক। সিড নন, ছবির নায়ক হতে চলেছেন তিনি।
#মুম্বই: 'আশিকি' ফ্র্য়াঞ্চাইজির তৃতীয় ছবি! 'লাভ আজ কাল', 'ভুলভুলাইয়া'-র সাফল্যের পর এ বার নতুন ফ্র্য়াঞ্চাইজিতে কার্তিক আরিয়ান। 'আশিকি ৩' নিয়ে আসছেন মুকেশ ভাট।
আজ, ৫ সেপ্টেম্বর কার্তিক প্রথম মিউজিক্যাল পোস্টার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আর তা দিয়েই ছবির ঘোষণা করলেন তিনি। প্রসঙ্গত, বলিপাড়ায় জল্পনা ছিল 'আশিকি ৩'-তে নায়কের ভূমিকায় অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা। সেই জল্পনায় জল ঢাললেন কার্তিক। সিড নন, ছবির নায়ক হতে চলেছেন তিনি।
Ab Tere Bin Ji Lenge Hum Zeher Zindagi Ka Pi Lenge Hum 🎶 #Aashiqui3 ❤️ This one is going to be heart-wrenching !! My First with Basu Da 🤗@basuanurag @ipritamofficial #BhushanKumar #MukeshBhatt @TSeries @VisheshFilms @visheshb7@sakshib8#KrishanKumar #ShivChanana pic.twitter.com/kSGK8YdksP
— Kartik Aaryan (@TheAaryanKartik) September 5, 2022
advertisement
advertisement
কার্তিকের শেয়ার করা পোস্টার থেকে এ কথা স্পষ্ট, আগের দু'টি ছবির মতোই এই গল্পও প্রেম এবং আগুনের মেলবন্ধনে একেবারে ছাড়খার হবে।

একই দিনে কার্তিক আরও একটি ছবি শেয়ার করেছেন। যেখানে অনুরাগ বসু, মুকেশ ভাট, প্রীতম, ভূষণ কুমারের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
মুম্বইয়ের প্রথম সারির পরিচালক, বঙ্গসন্তান 'বসুদা'র সঙ্গে প্রথম বার জুটি বেঁধে উৎফুল্ল কার্তিক। অন্য দিকে অনুরাগের কথায়, ''কার্তিক খুবই পরিশ্রমী অভিনেতা। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2022 1:24 PM IST