Karisma Kapoor ex husband Sunjay Kapur Death: বিরাট দুঃসংবাদ বলিউডে! প্রয়াত হলেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর, মাত্র ৫৩-বছরে সব শেষ!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Karisma Kapoor ex husband Sunjay Kapur Death: বিনোদন জগতে নেমে এল বিরাট শোকের ছায়া৷ প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা বিখ্যাত শিল্পপতি সঞ্জয় কাপুর ৷
মুম্বই: বিনোদন জগতে নেমে এল বিরাট শোকের ছায়া৷ প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা বিখ্যাত শিল্পপতি সঞ্জয় কাপুর মৃত্যুকালে সঞ্জয় কাপুরের বয়স হয়েছিল৫৩ বছর৷ সূত্র থেকে জানা গেছে, পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শিল্পপতি সঞ্জয় কাপুর ।
বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কাপুর পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে যে, ঘটনাটি ঘটেছিল একটি ম্যাচ চলাকালীন,এবং তাৎক্ষণিক চিকিৎসার পরেও তাকে বাঁচানো যায়নি। আচমকা সঞ্জয়ের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বলিউডে৷
advertisement
advertisement
নয়ের দশকে প্রথম সারির অভিনেত্রীর মধ্যে অন্যতম ছিলেন করিশ্মা কাপুর। একের পর এক হিট ছবি,অভিনয় দক্ষতা দিয়ে খুব কম সময়েই জনপ্রিয়তার শিখরে পৌছেছিলেন নায়িকা। পেশাগত জীবনে কাঙ্ক্ষিত সাফল্য পেলেও তাঁর ব্যক্তিগত জীবন ছিল টালমাটাল। ২০০৩ সালে করিশ্মা বিয়ে করেন দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে।শুরুতে সুখের সংসার হলেও পরে তা ভেঙে পড়ে তাসের ঘরের মতো। বিয়ের ১৩ বছরের মাথায় বিচ্ছেদ হয় তাঁদের।
advertisement
বিয়ের পর করিশ্মা এবং সঞ্জয়ের দুই ছেলেমেয়ে হয়। সামাইরা এবং কিয়ান রাজ কাপুর। ছেলের জন্মের আগে থেকেই দু’জনের মধ্যে অনেক বিবাদ ছিল। কিন্তু তা শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন দু’জনেই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। করিশ্মা স্বামী সঞ্জয় কাপুরের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছিলেন। দুই ছেলে মেয়েকে রেখে অকালেই না ফেরার দেশে চলে গেলেন সঞ্জয় কাপুর৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 12:03 AM IST