Salman Khan-Kareena Kapoor Khan: কাছের বন্ধুকেই ছবি থেকে বাদ! বজরঙ্গী ভাইজান ২-এ করিনাকে সরিয়ে কাকে নিলেন সলমন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Salman Khan-Kareena Kapoor Khan: 'বজরঙ্গী ভাইজান'-এর দ্বিতীয় কিস্তির নাম হতে চলেছে 'পবনপুত্র ভাইজান'। শোনা গিয়েছে, এই ছবিতে নায়িকার ভূমিকায় করিনাকে সরিয়ে পূজা হেগড়েকে নিয়েছেন সলমন।
মুম্বই: 'বজরঙ্গী ভাইজান' পর্দায় ফিরবে। এ কথা আগেই জানিয়ে দিয়েছিলেন সলমন খান। চিত্রনাট্য নিয়ে ইতিমধ্যে কাজও শুরু। আপাতত নস্টালজিয়া হাতড়ানোর অপেক্ষায় দর্শক।স২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির প্রথম কিস্তি বক্স অফিসে ঝড় তুলেছিল। সলমনের বিপরীতে দেখা গিয়েছিল করিনা কাপুর খানকে। কিন্তু এ বার নাকি তিনি ছবিতে থাকছেন না। অন্তত গুঞ্জন তেমনটাই বলছে।
'বজরঙ্গী ভাইজান'-এর দ্বিতীয় কিস্তির নাম হতে চলেছে 'পবনপুত্র ভাইজান'। শোনা গিয়েছে, এই ছবিতে নায়িকার ভূমিকায় করিনাকে সরিয়ে পূজা হেগড়েকে নিয়েছেন সলমন। 'কিসি কি ভাই কিসি কা জান'-এও সলমনের বিপরীতে অভিনয় করেছেন পূজা। এ বার আরও একটি ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে তাঁদের।
advertisement
advertisement
ছবির চিত্রনাট্যকার কে কে বিজয়েন্দ্র প্রসাদ জানিয়েছিলেন, গল্পটি কেমন হতে চলেছে, তা তিনি সলমনকে জানিয়েছিলেন। অভিনেতারও সেটি খুব পছন্দ হয়। আপাতত কাজ শুরুর অপেক্ষা।
সলমনের সঙ্গে পূজার ঘনিষ্ঠতা নিয়ে ইন্ডাস্ট্রিতে কম কানাঘুষো নয়। অনেকেই বলছেন বয়সে ২৫ বছরের ছোট অভিনেত্রীকে মন দিয়েছেন 'ভাইজান'। তবে অভিনেতার ঘনিষ্ঠমহলের দাবি, এ সবই গুঞ্জন। পূজার সঙ্গে সলমনের তেমন কোনও সম্পর্ক নেই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 8:26 AM IST