হোম /খবর /বিনোদন /
হাত ভর্তি মাটি, করিনার সঙ্গে পটারি শিখছে ছোট্ট তৈমুর, ভাইরাল ভিডিও

হাত ভর্তি মাটি, করিনার সঙ্গে পটারি শিখছে ছোট্ট তৈমুর, ভাইরাল ভিডিও

চিকিৎসকরা বলে থাকেন, হবু মায়েদের সব সময় মন ভালো রাখা উচিত ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: চিকিৎসকরা বলে থাকেন, হবু মায়েদের সব সময় মন ভালো রাখা উচিত ৷ করিনা কাপুর খান কিন্তু চিকিৎসকদের কথা একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলছেন ৷ তা তৈমুরের সময়ও করেছিলেন ৷ এবার দ্বিতীয় সন্তানের সময়ও করছেন ৷ আর তাই তো, প্রেগন্যান্ট অবস্থায় লাল সিং চাড্ডার শ্যুটিং শেষ করে এখন পুরো সময়টাই কাটাচ্ছেন পরিবারের সঙ্গে ৷

কখনও সইফ আলি খানের সঙ্গে একান্ত সময় ৷ তো কখনও ছোট্ট তৈমুরের সঙ্গে ৷ করিনা এখন পুরোটাই ব্যস্ত নিজেকে নিয়ে ৷এই যেমন সম্প্রতি রটে গেল, গর্ভে দ্বিতীয় সন্তান থাকার জন্য, করিনা ১০ লাখ টাকার চটি পরে হাঁটাচলা করছেন ৷ অন্যদিকে, কিছুদিন আগেই করিনা নিজের ডায়েটের কথাও প্রকাশ্যে বলেছেন৷
তবে এবার আর এসব নয় ৷ বরং তৈমুরের সঙ্গে এক ভিডিও শেয়ার করলেন করিনা, যেখানে দেখা গেল তৈমুরকে সঙ্গে নিয়ে পটারি শিখছেন করিনা ৷ হাতে মাখা ভেজা মাটি ৷ সামনে চাকতিতে মাটিতে নতুন আকার দিচ্ছেন তৈমুর ৷ভিডিও পোস্ট করে করিনা লিখলেন, ‘পট, পট, পটারি শিখছি সঙ্গে ছোট্ট তৈমুর ... ’
Published by:Akash Misra
First published:

Tags: Kareena Kapoor Khan