হাত ভর্তি মাটি, করিনার সঙ্গে পটারি শিখছে ছোট্ট তৈমুর, ভাইরাল ভিডিও
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
চিকিৎসকরা বলে থাকেন, হবু মায়েদের সব সময় মন ভালো রাখা উচিত ৷
#মুম্বই: চিকিৎসকরা বলে থাকেন, হবু মায়েদের সব সময় মন ভালো রাখা উচিত ৷ করিনা কাপুর খান কিন্তু চিকিৎসকদের কথা একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলছেন ৷ তা তৈমুরের সময়ও করেছিলেন ৷ এবার দ্বিতীয় সন্তানের সময়ও করছেন ৷ আর তাই তো, প্রেগন্যান্ট অবস্থায় লাল সিং চাড্ডার শ্যুটিং শেষ করে এখন পুরো সময়টাই কাটাচ্ছেন পরিবারের সঙ্গে ৷
কখনও সইফ আলি খানের সঙ্গে একান্ত সময় ৷ তো কখনও ছোট্ট তৈমুরের সঙ্গে ৷ করিনা এখন পুরোটাই ব্যস্ত নিজেকে নিয়ে ৷
এই যেমন সম্প্রতি রটে গেল, গর্ভে দ্বিতীয় সন্তান থাকার জন্য, করিনা ১০ লাখ টাকার চটি পরে হাঁটাচলা করছেন ৷ অন্যদিকে, কিছুদিন আগেই করিনা নিজের ডায়েটের কথাও প্রকাশ্যে বলেছেন৷
advertisement
advertisement
তবে এবার আর এসব নয় ৷ বরং তৈমুরের সঙ্গে এক ভিডিও শেয়ার করলেন করিনা, যেখানে দেখা গেল তৈমুরকে সঙ্গে নিয়ে পটারি শিখছেন করিনা ৷ হাতে মাখা ভেজা মাটি ৷ সামনে চাকতিতে মাটিতে নতুন আকার দিচ্ছেন তৈমুর ৷
ভিডিও পোস্ট করে করিনা লিখলেন, ‘পট, পট, পটারি শিখছি সঙ্গে ছোট্ট তৈমুর ... ’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2020 6:56 PM IST







