যোগ ব্যায়াম করছিলেন করিনা, হঠাৎ হানা জেহ্-র! তারপরের দৃশ্য এখন সুপার ভাইরাল
- Published by:Sanchari Kar
Last Updated:
শরীরস্বাস্থ্য নিয়ে আগাগোড়াই সচেতন করিনা। নিয়ম করে যোগব্যায়াম করেন প্রত্যহ। সোমবারও ব্যতিক্রম হয়নি। গোলাপি রঙের ট্যাঙ্ক টপ এবং ট্রাউজার পরে যোগব্যায়ামে মন দিচ্ছিলেন সইফ-পত্নী।
#মুম্বই: বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা মাত্র। ৪০ পেরিয়েও তাই অনায়াসেই কলেজ পড়ুয়ার ভূমিকায় বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেন তিনি। করিনা কাপুর খান।
শরীরস্বাস্থ্য নিয়ে আগাগোড়াই সচেতন করিনা। নিয়ম করে যোগব্যায়াম করেন প্রত্যহ। সোমবারও ব্যতিক্রম হয়নি। গোলাপি রঙের ট্যাঙ্ক টপ এবং ট্রাউজার পরে যোগব্যায়ামে মন দিচ্ছিলেন সইফ-পত্নী। কিন্তু তা আর হল কোথায়। সক্কাল সক্কাল অভিনেত্রীকে সঙ্গ দিতে হাজির হয়েছিল তাঁর কনিষ্ঠ পুত্র জেহ। ব্যায়ামে মায়ের মতো পটু হতে তার ঢের দেরি। অগত্যা খেলে সময় কাটানো। করিনা যখন শরীরচর্চায় ব্যস্ত, তখন মাটিতে লুটোপুটি দেখা গেল পটৌডি পরিবারের কনিষ্ঠতম সদস্যকে।
advertisement
advertisement
advertisement
ছেলের কাণ্ড দেখে হাসি আটকাতে পারেননি করিনা। মা-ছেলের এই মিষ্টি মুহূর্ত লেন্সবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রীর প্রশিক্ষক।
advertisement
অভিনয় জগতে দু'দশক পার। বয়স ধরে রাখার তাগিদ তাঁর আছে ঠিকই। তবে পেটপুজোয় কোনও ত্রুটি রাখেন না করিনা। ব্যস্ত রুটিন থেকে ফাঁক পেলেই বসে পড়েন ওয়াইন আর পিৎজা নিয়ে। প্রাতরাশে মাঝেমধ্যেই পাতে পড়ে পছন্দের পরোটা। তবে তার সঙ্গে নিয়ম করে চলে শরীরচর্চা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2022 7:19 PM IST