#মুম্বই: ভারতেও থাবা বসিয়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট! প্রতিদিন আতঙ্ক বাড়িয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা! এই পরিস্থিতির মধ্যেই সোমবার সামনে এল, করিনা কাপুর খান আর তাঁর প্রিয় বান্ধবী অমৃতা অরোরা-র করোনা পজিটিভ হওয়ার খবর (Kareena Kapoor Covid Positive)। যদিও করিনা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর পরিবার ও কর্মচারীরা করোনা ভ্যাক্সিনের দুটো ডোজ-ই নিয়েছেন, তিনি নিজেও সবসময় সতর্ক ছিলেন, এতদিন পর্যন্ত সমস্ত কোভিড-বিধি মেনেই চলেছেন , তবু অভিনেত্রী উপর খাপ্পা বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (The Brihanmumbai Municipal Corporation)। BMC সিল করে দিল সৈফ-করিনার বাড়ি (Kareena Kapoor Covid Positive)!
আরও পড়ুন:শুরু নতুন সংসার...ভিকি-ক্যাটরিনার নতুন ফ্ল্যাটের অন্দর ঠিক কেমন দেখতে? দেখুন ছবি --
বিবৃতিতে BMC জানিয়েছে, '' করিনা কাপুর খানের বাসস্থল সিল করে দেওয়া হয়েছে। অভিনেত্রী এখনও সঠিক করে জানাননি তাঁর সংস্পর্শে কতজন এসেছে, আমাদের আধিকারিকরা তা খুঁজে বের করার চেষ্টা করছে।''
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)- এর অভিযোগ, '' এই করোনা আবহে করিনা কাপুর খান ও অমৃতা অরোরা করোনা-বিধি উপেক্ষা করে একাধিক পার্টিতে গিয়েছেন। সেই সমস্ত মানুষ যাঁরা এই দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁদের শীঘ্র আরটিপিসিআর পরীক্ষার নির্দেশ দেওয়া হচ্ছে।''
Actors Kareena Kapoor Khan & Amrita Arora tested positive for #COVID19. Both of them had violated COVID norms & attended several parties. BMC has ordered people, who came in contact with the two actors, to undergo RT-PCR test: BMC (Brihanmumbai Municipal Corporation) (File pic) pic.twitter.com/wKqoqgFM4x
— ANI (@ANI) December 13, 2021
করিনা অবশ্য এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন (Kareena Kapoor Covid Positive)। তাঁর মুখপাত্র জানান, আগাগোড়া লকডাউন সবরকমের সাবধানতা অবলম্বন করেছেন করিনা। দুর্ভাগ্যবশত এক জায়গায় নৈশভোজে গিয়ে তিনি আর অমৃতা করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানেই এক ব্যক্তি অসুস্থ ছিলেন, তিনি কাশছিলেন, তাঁর থেকেই সম্ভবত আক্রান্ত হয়েছেন দুই অভিনেত্রী।''
আরও পড়ুন:বিয়েতে ক্যাটরিনাকে কোটি কোটি টাকার উপহার দুই 'প্রাক্তন' সলমান ও রণবীরের!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।