Karar Oi Louho Kapat Controversy: নজরুলের 'কারার ওই লৌহ কপাট'-এর সুর বিকৃতি রহমানের? বিতর্ক ঘিরে অবশেষে মুখ খুললেন ছবির নির্মাতারা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অভিযোগ, ‘কারার ওই লৌহ কপাট' গানটি আগাগোড়া বদলে দিয়েছেন অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক রহমান। তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক।
মুম্বই: শুক্রবার মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ছবি ‘পিপ্পা’। ছবিতে ব্যবহৃত কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটির সুর বিকৃতি নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। রবিবার পর্যন্ত ছবির নির্মাতা রয় কাপুর ফিল্মস বা ছবির সঙ্গীত পরিচালক এ আর রহমান এই বিষয়ে কোনও প্রতিক্ষিয়া দেননি। অবশেষে সোমবার রয় কাপুর ফিল্মস-এর তরফে বিবৃতি দেওয়া হয় সমাজ মাধ্যমে। অভিযোগ, ‘কারার ওই লৌহ কপাট’ গানটি আগাগোড়া বদলে দিয়েছেন অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক রহমান। তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক।
বিবৃতিতে বলা হয়েছে,” বর্তমানে ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। কিন্তু ছবির প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা সবাইকে জানাতে চাই, নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই গানের সুরে বদল আনা হয়েছে এবং তা সর্বোতভাবেই শিল্পের খাতিরে করা।” একই সঙ্গে জানানো হয়, নজরুলের নাতি কাজী অনির্বাণ ও পুত্রবধূ কল্যাণী কাজীর থেকে যাবতীয় নিয়ম মেনে এই গানের স্বত্ব নেওয়া হয়েছিল। পাশাপাশি, প্রযোজনা সংস্থা জানায়, ”নজরুল ইসলাম এবং তাঁর সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে। এই অ্যালবামটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ হওয়া হাজার হাজার মানুষের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।”
advertisement
সব শেষে বিবৃতিতে লেখা হয়েছে, ”আমরা মূল গানটি ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যে হেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, সেখানে আমাদের সৃষ্টি যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2023 10:06 PM IST