যেন গিলতে আসছে...! ২৫-৩০ ফুট এগিয়ে এসেছে 'গাঠিয়া', নদীর অচেনা রূপে ভীত নাগরাকাটা
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Flood Situation Update: বিপর্যয়ের ধাক্কায় ভাঙতে শুরু করেছে নদীর পাড়। বদলে গিয়েছে নদীর গতিপথ৷ চেনা নদীর অচেনা রুপ দেখে অবাক নাগরাকাটার খয়েরবাড়ি কলোনি। আতঙ্ক সঙ্গী করেই বসবাস বাসিন্দাদের।
advertisement
advertisement
advertisement
দীর্ঘদিন ধরে গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি বলেন, 'জন্মেছি এই গ্রামে। দীর্ঘদিন ধরে এই গাঠিয়া নদীকে দেখে আসছি। কিন্তু এর এমন চেহারা আগে দেখিনি৷ এখন তো ভয় হয়।" নদীর পাড়ে দাঁড়িয়ে তিনি দেখাচ্ছিলেন, ওই যে নদীটা দেখছেন, সেটা আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে ছিল না। এখন ২৫-৩০ ফুট এগিয়ে এসেছে। নদীর পাড় বরাবর একাধিক জায়গায় ফাটল চওড়া হয়েছে। বহু জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে। আর নদী পাড়ের বসবাসের বাড়িতেও ফাটল দেখা দিয়েছে ঘরে-বাইরে।
advertisement
advertisement