শনিবারের বৃষ্টি কেড়ে নিয়েছে অনেক কিছু, ময়নাগুড়িতে ঘর হারিয়ে ত্রিপলের ঘরই এখন কয়েক হাজার গ্রামবাসীর ঠিকানা

Last Updated:

শনিবারের প্রবল বৃষ্টি কেড়ে নিয়েছে অনেক কিছু। জলপাইগুড়ি, দার্জিলিঙের গায়ে বিপর্যয়ের ক্ষত। ময়নাগুড়ির গ্রামে ভিটেমাটি হারা কয়েক হাজার। তছনছ সব কিছু।

ময়নাগুড়িতে ঘর হারিয়ে ত্রিপলের ঘরই এখন কয়েক হাজার গ্রামবাসীর ঠিকানা
ময়নাগুড়িতে ঘর হারিয়ে ত্রিপলের ঘরই এখন কয়েক হাজার গ্রামবাসীর ঠিকানা
আবীর ঘোষাল, জলপাইগুড়ি: শনিবারের প্রবল বৃষ্টি কেড়ে নিয়েছে অনেক কিছু। জলপাইগুড়ি, দার্জিলিঙের গায়ে বিপর্যয়ের ক্ষত। ময়নাগুড়ির গ্রামে ভিটেমাটি হারা কয়েক হাজার। তছনছ সব কিছু। ঘর হারিয়ে ত্রিপলের ঘরে ৷ ঘর বলতে সরকারের দেওয়া ত্রিপল দিয়ে তৈরি ঘর। সর্বস্ব ভেসে গিয়েছে জলঢাকার জলে। কোনওরকমে বাঁচানো গিয়েছে কয়েকটা জিনিস। যেমন সাধের বেনারসি। জলপাইগুড়ির ময়নাগুড়ি। তছনছ হয়ে গিয়েছে ময়নাগুড়ির বেতগাড়া, ধউলাগুড়ি, চারেরবাড়ি গ্রাম। জলঢাকার পাড়ে খাটানো প্রায় ৪০০টি ত্রিপল। এটাই এখন কয়েক হাজার গ্রামবাসীর আশ্রয়, ঠিকানা।
রঞ্জনা রায়, বাসিন্দা, ময়নাগুড়ির। তিনি বলেন, ‘‘এখান থেকে রান্না পাচ্ছি। খাচ্ছি। শাড়ি তো কিছুই না। টাকা পয়সা সোনাদানা সব চলে গেছে। আমাদের মাথা গোঁজার সবটা চলে গেছে। ভাসিয়ে নিয়ে গেছে জলঢাকা। গ্রামীণ সড়ক যোজনার রাস্তা- মাটি ধসে বেরিয়ে গেছে। যেটুকু আছে, তা যে কবে ধসে পড়ে যাবে সেই আশঙ্কা বেতগাড়ার মানুষের। ত্রিপলের অস্থায়ী ঘরে বসে ছিলেন দীননাথ রায়। ৮৫ বছরের এই বৃদ্ধ কোনওভাবে ছোট নাতনির হাত ধরে ঘর ছেড়েছেন। পরিবারের বাকিরা আসতে পারলেও, ফেলে এসেছেন চেনা ঘর, চেনা উঠোন আর…….জলঢাকার এই চেহারা কোনওদিন দেখেনি। নদী যে এমন হতে পারে তা জানতাম না। আমার সব চলে গেছে। দীননাথ বাবু যখন এই কথাগুলো বলছেন, তখন তার পাশে খালি গায়ে ঘুমোচ্ছে তার সাড়ে তিন বছরের নাতনি। একটা মাত্র জামা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে সে। জানে না তাঁরা কবে ফিরবে বাড়ি।’’
advertisement
advertisement
অন্যদিকে পানিঘাটার ইকোপার্ক! বছর খানেক আগে বালাসনের ধারে তৈরি হয়েছিল ইকোপার্ক। বালাসনের জলে তছনছ দার্জিলিঙের পানিঘাটার সেই ইকোপার্ক। খাবারের দোকান, পিকনিক স্পট, পার্ক, সেলফি জোন – সব শেষ। বন্ধু তামাং, সভাপতি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি, পানিঘাটার। তিনি বলেন, ৫ তারিখের ঘটনায় একাধিক গাছ ভেসে চলে গিয়েছে। ৩ হেক্টর জমি চলে গিয়েছে। সব চলে গিয়েছে। দেবেশ পাণ্ডে, ডিএফও, কার্শিয়ং বলেন, ‘‘আমরা আবার তৈরি করব সব। ফের শুরু করব সবটা।’’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শনিবারের বৃষ্টি কেড়ে নিয়েছে অনেক কিছু, ময়নাগুড়িতে ঘর হারিয়ে ত্রিপলের ঘরই এখন কয়েক হাজার গ্রামবাসীর ঠিকানা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement