বিপাশাকে বিয়ের পর বাঙালি ভোজন দেখে চোখ কপালে করণের! প্রথম তিনবার পাঁঠা খাননি কেন
- Published by:Teesta Barman
Last Updated:
করণ একেবারে ঠোঁটস্থ করে ফেলেছেন বাংলা। বাঙালি স্ত্রীর থেকেও ভাল ভাবে। 'জিসম' ছবি থেকে বিপাশার একটি সংলাপ অনুবাদ করতে দেওয়া হয় বাংলা ও পাঞ্জাবি। বিপাশা ফেল করে গেলেও দুই ভাষাতেই অনুবাদ করে বাজিমাত করেন অভিনেতা।
#মুম্বই: ২০১৫ সালে 'অ্যালোন'-এ মিলন দুই তারকার। ২০১৬-তে সাতপাক ঘুরে দম্পতি হলেন তাঁরা। তার পর কেটে গেল ৭টি বছর। চলতি বছরই জন্ম দিলেন কন্যাসন্তান দেবীর। তাঁরা বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বাঙালি এবং পঞ্জাবি মিশেল যে অপূর্ব পরিণতি পেয়েছে, তা তো তাঁদের দেখে স্পষ্ট। কিন্তু জানেন কি বিপাশাকে বিয়ের জন্য তাঁর বাবা-মায়ের মন জয় করতে করণ বাংলা ভাষা শিখেছিলেন!
বেশ কয়েক বছর আগে ক্রুষ্ণা অভিষেকের একটি শো-তে এসে তারকা দম্পতি তাঁদের ভাষা-মিলনের গল্প বলেছিলেন। দেখা গেল, করণ একেবারে ঠোঁটস্থ করে ফেলেছেন বাংলা। বাঙালি স্ত্রী বিপাশার থেকেও ভাল ভাবে। 'জিসম' ছবি থেকে বিপাশার একটি সংলাপ অনুবাদ করতে দেওয়া হয় বাংলা এবং পাঞ্জাবি। বিপাশা ফেল করে গেলেও দুই ভাষাতেই অনুবাদ করে বাজিমাত করেন পাঞ্জাবি অভিনেতা।
advertisement
advertisement
advertisement
সেই শো-তেই জানা যায়, বাঙালিকে বিয়ে করে তাঁদের খাওয়াদাওয়া দেখে চোখ কপালে উঠেছিল করণের। তাঁর কথায়, ''আমি জানতাম পাঞ্জাবিরা প্রচুর খেতে পারে। কিন্তু বাঙালিকে বিয়ে করে বুঝলাম, আমরা কিছুই খাই না। বাঙালি খাওয়ার মেনুতে কোর্স থাকে। প্রথমে ডাল খেতে হবে, তার পর ভাজা, তার পর চিংড়ি বা কিছুর তরকারি, তার পরে আরও একটা পদ। শেষে পাঁঠার মাংস পাওয়া যাবে। প্রথম দু'তিনবার তো আমি পাঁঠা পর্যন্ত পৌঁছতেই পারিনি।''
advertisement
করণের এই বর্ণনায় হাসির রোল ওঠে রিয়্যালিটি শো-এর মঞ্চে। বিপাশার কথায় জানা যায়, পাঁঠার মাংস খেতে খুব ভালবাসেন করণ। কিন্তু মেনুর তালিকা শেষ করতে না পেরে পাঁঠার জন্য পেটে আর জায়গা থাকত না তাঁর।
advertisement
তাই বাপের বাড়ি থেকে পাঁঠার মাংস প্যাক করে নিয়ে যেতেন বিপাশা, যাতে পরে তাঁর স্বামী রসিয়ে সেই পদ দিয়ে পেটপুজো করতে পারেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 31, 2022 11:02 AM IST