Karan Johar: রাতারাতি ছিপছিপে...কীভাবে এত দ্রুত রোগা হয়েছিলেন করণ জোহর? এবার নিজেই ফাঁস করলেন সিক্রেট
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Karan Johar: বৃহস্পতিবার, ইনস্টাগ্রাম লাইভে নিজের ওজন কমানোর ব্যাপারে ভক্তদের সঙ্গে খোলাখুলি আলোচনা করেন করণ জোহর।
মুম্বই: রাতারাতি যেন হঠাত্ করেই রোগা হয়ে যান করণ জোহর। এক ধাক্কায় কমে যায় অনেকটা ওজন। কী হয়েছে করণের? তিনি আদৌ সুস্থ আছেন তো? বলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালকের অনুগামীদের ভাবিয়ে তুলেছিল করণের রোগা হওয়ার পেছনে আসল কারণ। প্রথম দিকে এ নিয়ে বিশেষ মন্তব্য না করলেও সম্প্রতি রোগা হওয়ার রহস্য নিজেই ফাঁস করলেন করণ।
বৃহস্পতিবার, ইনস্টাগ্রাম লাইভে নিজের ওজন কমানোর ব্যাপারে ভক্তদের সঙ্গে খোলাখুলি আলোচনা করেন করণ জোহর। তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন, ‘‘আমি আমার স্বাস্থ্যের সেরা সময়ে রয়েছি। আমি এর চেয়ে ভাল কখনও ছিলাম না।’’ এত দ্রুত ওজন কমালেন কীভাবে? পরিচালক জানালেন রক্ত পরীক্ষা করার পরই তিনি জানতে পেরেছিলেন আসল সমস্যা সেখানেই।
advertisement
advertisement
পাশাপাশি করণের কথায়, কেবল মাত্র ওষুধপত্র নয়, তাঁর রোগা পেছনে সবচেয় বড় কারণ হল ডায়েট। দিনে মাত্র একবার খাবার খান করণ। করণের কথায়, তিনি এমন একটি ডায়েটে ছিলেন যা তাকে প্রতিদিন শুধুমাত্র একবার খাবার খেতে বাধ্য করেছিল। এর সঙ্গেই খেলাধুলা থেকে সাঁতার কাটা, সবই করেছেন করণ।
advertisement
ভক্তদেরও একই পরামর্শ দিয়েছেন করণ। তাঁর মতে খাওয়া দাওয়া সবসময় নিয়ন্ত্রণের মধ্যেই করা উচিত। লোভে পড়ে বেশি খাওয়া একেবারেই উচিত নয়। এতেই তরতরিয়ে বাড়ে ওজন। ‘ভাল খাওয়া, ব্যায়াম করার’ পরামর্শ দিয়েছেন করণ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2025 9:17 PM IST