অপেক্ষার অবসান, মুক্তি পেতে চলেছে চঞ্চল চৌধুরীর 'কারাগার ২', জানুন দিনক্ষণ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অভিনেতার করা যে সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ সবচেয়ে বেশি সেটি হল 'কারাগার'। এবার সেই সিরিজের দ্বিতীয় সিজনের অপেক্ষার শুরু।
#কলকাতা: অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয়ে মাত গোটা বাংলাদেশ। সেই ঢেউ এসে পড়েছে এ পারের বাংলাতেও। শহরে সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবেই টের পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গে 'চঞ্চল-হাওয়া' কেমন। অভিনেতার করা যে সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ সবচেয়ে বেশি সেটি হল 'কারাগার'। এবার সেই সিরিজের দ্বিতীয় সিজনের অপেক্ষার শুরু।
কবে আসবে এই সিরিজের দ্বিতীয় সিজন? গত আগস্টে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছিল চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ কারাগার প্রথম সিজন। এর পর থেকেই আলোচনায় ছিল সিরিজটি। বাংলাদেশ তো বটেই, পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয় হয় সিরিজটি। 'কারাগার'-এর দ্বিতীয় পর্ব কবে মুক্তি পাবে, সেটি জানতে দর্শকের যেন তর সইছিল না।
advertisement
advertisement
আরও পড়ুন: তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, হঠাৎ বদলে যাবে বাংলার আবহাওয়া! বড় পূর্বাভাস হাওয়া অফিসের
জানা গিয়েছে, আগামী ডিসেম্বরেই 'কারাগার'-এর দ্বিতীয় সিজন মুক্তি পেতে চলেছে। শুধু তাই নয়, জানা গিয়েছে মুক্তির তারিখও। পরিচালক সৈয়দ আহমেদ শাওকী নিজেই বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের ১৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'কারাগার'–এর দ্বিতীয় পর্ব। সিরিজে রহস্যময় সেই কয়েদির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, যিনি সংলাপ ছাড়া শুধু মুখভঙ্গি দিয়ে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এবার তারই দ্বিতীয় সিজনের পালা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 3:23 PM IST