Kapil Sharma Show: বন্ধ হয়ে যাচ্ছে কপিল শর্মা শো? জোর জল্পনার মধ্যেই মুখ খুললেন ক্রুষ্ণা অভিষেক এবং কিকু শারদা

Last Updated:

Kapil Sharma Show: সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সিজন ওয়ান শেষ হচ্ছে বলে ঘোষণা করেছিলেন কমেডি কিং কপিল শর্মা। কিন্তু তাঁর এই ঘোষণা শুনে হতাশ ভক্তরা। মুখ খুললেন কৃষ্ণা অভিষেক।

কপিল শর্মা শো।
কপিল শর্মা শো।
মুম্বই: সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সিজন ওয়ান শেষ হচ্ছে বলে ঘোষণা করেছিলেন কমেডি কিং কপিল শর্মা। কিন্তু তাঁর এই ঘোষণা শুনে হতাশ ভক্তরা। তাঁদের প্রশ্ন, তাহলে কম টিআরপি থাকার কারণেই কি এই শো বন্ধ হয়ে যাচ্ছে? তবে এদিকে ক্রুষ্ণা অভিষেক ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, বন্ধ হচ্ছে না এই শো। কিকু শারদার পরে একই কথা বললেন তিনিও।
আসলে কৃষ্ণা অভিষেকের ব্যাখ্যা, চুক্তির কারণেই তাঁদের হাত বাঁধা। সেই কারণেই এই শোয়ের সিজন ১ শেষ হচ্ছে। ই-টাইমসের কাছে তিনি বলেন যে, “আরে আমাদের শো বন্ধ হচ্ছে না। এটা তো স্রেফ প্রথম সিজনটা শেষ হচ্ছে। আসলে সিজন ১-এ আমাদের চুক্তি শেষ হচ্ছে।”
advertisement
advertisement
গত ৩০ মার্চ, ২০২৪ তারিখে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছিল। ওই এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন রণবীর কাপুর, নীতু কাপুর এবং ঋদ্ধিমা কাপুর সাহানি। এর পাশাপাশি এই শোয়ে এসেছেন দিলজিৎ দোসাঞ্জ, পরিণীতি চোপড়া, ইমতিয়াজ আলি, ভিকি কৌশল, সানি কৌশল, ববি দেওল এবং সানি দেওল-সহ বলিউডের নামীদামি তারকারা। শোয়ের আসন্ন পর্বে বিশ্ববরেণ্য জনপ্রিয় গায়ক এড শিরানকে দেখা যাবে।
advertisement
যদিও চলতি মাসের গোড়ার দিকে এটা জানা গিয়েছিল যে, কপিল শর্মা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর শেষ এপিসোডের শ্যুটিং শেষ করেছেন। এর ফলে ভক্তরা জল্পনা করেছেন যে, কম টিআরপি থাকার কারণে শো শেষ হয়ে যাচ্ছে।
News18 Showsha-র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে কিকু এই শো শেষ হওয়ার বিষয়টাকে ‘সাময়িক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি নিশ্চিত করে জানিয়েছেন যে, সাময়িক বিরতির পরে এই শোয়ের দ্বিতীয় সিজন আসতে চলেছে। কিকুর কথায়, “আমরা মোট ১৩টি এপিসোড বানিয়েছি। খুব শীঘ্রই দ্বিতীয় সিজন আসছে। আমরা শুধু প্রথম সিজনটা শেষ করেছি। এটা এমনই হওয়ার কথা ছিল। আমাদের পরিকল্পনা আগে থেকেই করা রয়েছে। ফলে তা শীঘ্রই আসবে। তবে দুই এপিসোডের মধ্যে বিশাল ব্যবধান থাকবে না।” অবশ্য কিকু এ-ও স্বীকার করে নিয়েছেন যে, টেলিভিশনে এই শো বেশি সময় ধরে চলত। কিন্তু ভিন্ন ফরম্যাটে কিছু করার জন্যই তাঁরা ডিজিটাল প্ল্যাটফর্মে শিফট করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kapil Sharma Show: বন্ধ হয়ে যাচ্ছে কপিল শর্মা শো? জোর জল্পনার মধ্যেই মুখ খুললেন ক্রুষ্ণা অভিষেক এবং কিকু শারদা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement