Indian Railways: ট্রেনের মিডল বার্থে টিকিট কেটেছেন? ইচ্ছে হলেই ঘুমাতে পারবেন না, নির্দিষ্ট নিয়ম আছে রেলের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways sleeping rules: আপার বার্থ বার্থের যাত্রীরা যখন তখন শোওয়ার সুযোগ পেলেও মিডল বার্থের যাত্রীরা সব সময় সেই সুযোগ পান না। তা হলে মিডল বার্থের টিকিট থাকলে কখন ঘুমানো যায়, নির্দিষ্ট নিয়ম রয়েছে রেলের।
ঘুরতে যাওয়ার সময় ট্রেনের টিকিট নিয়ে অনেক সময়েই সমস্যা হয়। কখনও ওয়েটিং লিস্টের টিকিট বাধ্য হয়ে কেটে নিতে হয়, তো কখনও পছন্দমতো বার্থ পাওয়া যায়। আবার আপার বার্থ বার্থের যাত্রীরা যখন তখন শোওয়ার সুযোগ পেলেও মিডল বার্থের যাত্রীরা সব সময় সেই সুযোগ পান না। তা হলে মিডল বার্থের টিকিট থাকলে কখন ঘুমানো যায়, নির্দিষ্ট নিয়ম রয়েছে ভারতীয় রেলের।
রেলের নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যাত্রীরা নিজেদের বার্থকে ঘুমানোর জন্য ব্যবহার করতে পারেন। অন্য সময় সেই বার্থগুলি ঘুমানোর জন্যই ব্যবহার করা যাবে। অর্থাৎ ভোর ৬টার পরে আপনি চাইলেও আর মিডল বার্থে শুতে পারেন না।
advertisement
advertisement
অন্য দিকে যারা আরএসির টিকিটে যাতায়াত করবেন, তাঁদের ক্ষেত্রেও রয়েছে নিয়ম। আরএসির টিকিট যাঁদের কাছে থাকবে তাঁরা দিনের বেলা সাইড লোয়ার বার্থে বসার সুযোগ পাবেন। সেই সময় সাইড আপার বার্থের টিকিট যাঁর কাছে থাকবে তাঁকেও দিনের বেলায় বসার সুযোগ দিতে হবে। অর্থাৎ দিনের বেলায় সাইড লোয়ার সিটে আরএসি সমেত মোট ৩ জনকে বসতে হবে। একই সঙ্গে সাইড আপার বার্থে যাঁর টিকিট থাকবে, তিনি কোনও ভাবেই রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাইড লোয়ারে বসার সুযোগ পাবেন না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2024 8:40 PM IST