Kapil Sharma-Neena Gupta: ‘আমিষ’ প্রশ্নের জবাবে রীতিমতো ছক্কা হাঁকালেন নীনা! বললেন ‘এত বড়...!’ মহা ফাঁপরে কপিল শর্মা, ভাইরাল হল ভিডিও

Last Updated:

কপিল শর্মার ওই শো-এ ‘পাঙ্গা’ ছবির প্রোমোশন করতে উপস্থিত হয়েছিলেন নীনা গুপ্তা। শুধু নীনাই নন, তাঁর সঙ্গে ছিলেন কঙ্গনা রানাউত, রিচা চাড্ডা, জেসি গিল এবং ছবির পরিচালিকা অশ্বিনী আইয়ার তিওয়ারি।

‘আমিষ’ প্রশ্নের জবাবে রীতিমতো ছক্কা হাঁকালেন নীনা! বললেন ‘এত বড়...!’ মহা ফাঁপরে কপিল শর্মা, ভাইরাল হল ভিডিও
‘আমিষ’ প্রশ্নের জবাবে রীতিমতো ছক্কা হাঁকালেন নীনা! বললেন ‘এত বড়...!’ মহা ফাঁপরে কপিল শর্মা, ভাইরাল হল ভিডিও
মুম্বই: জনসমক্ষে খোলাখুলি কথা বলতে খুব কম তারকাই পারেন। এই তালিকায় অবশ্য অভিনেত্রী নীনা গুপ্তার নাম না নিলেই নয়! এমনিতে সম্পর্ক, সন্তান, বিয়ে - এসব নিয়ে কখনওই কোনও রকম রাখঢাক করেননি। বরং বরাবরই সকলের সামনে খোলাখুলি কথা বলতেই পছন্দ করেছেন সাহসী এই অভিনেত্রী। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি পুরনো ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে নীনা এমন মন্তব্য করেছেন, যা শুনে লজ্জায় প্রায় মুখ ঢাকতে বাধ্য হয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বাকিরা। কিন্তু কী এমন রয়েছে সেই ভিডিও-তে?
কপিল শর্মার ওই শো-এ ‘পাঙ্গা’ ছবির প্রোমোশন করতে উপস্থিত হয়েছিলেন নীনা গুপ্তা। শুধু নীনাই নন, তাঁর সঙ্গে ছিলেন কঙ্গনা রানাউত, রিচা চাড্ডা, জেসি গিল এবং ছবির পরিচালিকা অশ্বিনী আইয়ার তিওয়ারি। এমনকী অনুষ্ঠানে উপস্থিত ছিল শিশু শিল্পী যজ্ঞ ভাসিনও। সেই সময় কপিল নীনাকে একটি গুজবের বিষয়ে প্রশ্ন করেন। সেই সময় শোনা গিয়েছিল যে, আমেরিকার সুপারহিট শো ‘বেওয়াচ’-এ পামেলা অ্যান্ডারসনের ভূমিকায় অভিনয় করতে চান নীনা। এই গুজব ঠিক কি না, অভিনেত্রীর কাছে সেটাই জানতে চেয়েছিলেন কপিল। কিন্তু সকলকে চমকে দিয়ে নীনা চটজলদি জবাব দিয়েছিলেন, “আরে ইতনে বিগ বু*স নেহি হ্যায় না... কাহাঁ সে লাউ?” নীনার জবাব শুনে জেসি গিল লজ্জায় নিজের মুখ ঢেকে ফেলেন। আর শিশু-অভিনেতা যজ্ঞকে কান চাপা দিতে বলেন অভিনেত্রী রিচা চাড্ডা। এর মধ্যেই ‘দ্য কপিল শর্মা শো’-তে উপস্থিত অর্চনা পুরন সিং ফোড়ন কাটেন, “এটা শুধু নীনার পক্ষেই বলা সম্ভব!”
advertisement
advertisement
এর পরেই নীনাকে শুধুমাত্র ‘নিরামিষ’ উত্তর দিতে বলতে বাধ্য হন কপিল। কারণ এটা একটা পারিবারিক শো। কিন্তু বর্ষীয়ান অভিনেত্রীও কম যান না। তিনি যুক্তি দিয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠেন যে, “পামেলা অ্যান্ডারসনকে নিয়ে করা যে কোনও প্রশ্ন নিশ্চয়ই ‘নিরামিষ’ হবে না।”
advertisement
এমনই নির্ভীক এই সুদক্ষ অভিনেত্রী। বরাবরই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। এক জন সিঙ্গেল মাদার হিসেবে কন্যা মাসাবাকে বড় করার কথা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন। সেসব নিয়ে রাখঢাক না-পসন্দ তাঁর। আবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে কাজ চাইতেও লজ্জিত নন তিনি। ২০১৭ সালে ইনস্টাগ্রামে নীনা নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, “আমি মুম্বইয়ে থাকি। আর কাজ করি। আমি এক জন ভাল অভিনেত্রী। যিনি অভিনয় করার জন্য ভাল চরিত্রের খোঁজে রয়েছি।”
advertisement
নীনার এহেন সততার প্রশংসা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউড তারকাও। এর পরেই নীনা ‘বাধাই হো’ ছবিতে কাজের সুযোগ পান। ২০১৮ সালে এই কমেডি ছবিতে অভিনয়ের মাধ্যমে কামব্যাক করেন। ওই ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ফলে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kapil Sharma-Neena Gupta: ‘আমিষ’ প্রশ্নের জবাবে রীতিমতো ছক্কা হাঁকালেন নীনা! বললেন ‘এত বড়...!’ মহা ফাঁপরে কপিল শর্মা, ভাইরাল হল ভিডিও
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement