Name Starts with 'P': নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘P’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Name Starts with 'P' Personality: আজ কথা বলব, যাঁদের নাম ইংরাজি ‘P’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
advertisement
নামের আদ্যক্ষরে ‘P’ থাকা মানুষগুলি সাধারণত চিত্তাকর্ষক, রসিক এবং স্বচ্ছন্দ-সাবলীল প্রকৃতির হয়ে থাকেন। জীবনের প্রতি এঁদের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। আর মানুষের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসেন এঁরা। এই ধরনের মানুষদের এক অনন্য সাধারণ প্রতিভা দেখা যায়। সকলের সঙ্গে সহজেই বন্ধুত্ব করে নিতে পারেন এঁরা। অত্যন্ত আশাবাদী প্রকৃতির হন। চিত্তাকর্ষক ব্যক্তিত্বের কারণে সকলেই এঁদের প্রতি সকলেই আকৃষ্ট হন। কথা বলতে ভালবাসেন খুব। এছাড়া এই মানুষগুলি সৃজনশীল ও কল্পনাপ্রবণও হয়ে থাকে। ঝুঁকি নিতে পিছপা হয় না এঁরা। নতুন কিছু করার তাগিদ সব সময় থাকে এঁদের।
advertisement
আর এই কারণেই শিল্পের প্রতি অনুরাগ থাকে। ফলে শিল্প, সঙ্গীত, সাহিত্যে কেরিয়ার গড়ার সুযোগ থাকে এঁদের কাছে। আবার যেহেতু মেলামেশা করতে ও কথা বলতে ভালবাসেন, তাই পাবলিক স্পিকিং, মার্কেটিং অথবা বিজ্ঞাপনের মতো ক্ষেত্রেও এঁরা কেরিয়ার বানাতে পারেন। আর যেহেতু ঝুঁকি নিতে পছন্দ করেন, তাই অন্ত্রেপ্রেনর হিসেবেও দারুণ সাফল্য পান এঁরা। আর নিজেদের স্বপ্নও পূরণ করতে পারেন। কঠোর পরিশ্রমী, লক্ষ্য পূরণে সদাই তৎপর।
advertisement
যাঁদের নামের আদ্যক্ষরে ‘P’ থাকে, তাঁরা সঙ্গী হিসেবেও দুর্দান্ত। রোম্যান্টিক হন। সঙ্গীদের ভালবাসায় ভরিয়ে রাখেন। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত ও সব সময় প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। আর খোলাখুলি ভাবে নিজেদের মনের আবেগ প্রকাশ করতে পারেন এঁরা। এছাড়া এঁরা সঙ্গী হিসেবে অত্যন্ত ধৈর্যশীল ও বুঝদার হন। আর সঙ্গীর প্রয়োজনে সব সময় পাশে থাকেন।
advertisement