Kapil Sharma-Sunil Grover: ৬ বছরের বিবাদ কি সত্যিই মিটল! কপিলের শোতে ফিরছেন সুনীল? বিরাট চমক নতুন ভিডিওতে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
৬ বছরের পুরনো মতভেদ ঝেড়ে ফেলে কপিলের সঙ্গে একফ্রেমে দেখা গেল সুনীল গ্রোভারকে।
‘দ্য কপিল শর্মা’ শোয়ের মাধ্যমে কপিল শর্মা এবং তাঁর ‘পরিবার’ এখন দেশের প্রতিটি বাড়ির পরিচিত মুখ। এবার নেটফ্লিক্সে একটি কমেডি শো নিয়ে আসছেন কপিল। সঙ্গে থাকছেন তাঁর ‘রিল পরিবারের’ সদস্যরা।
কৃষ্ণা অভিষেক, কিকু শারদা এবং রাজীব ঠক্কর এবং অর্চনা পুরন সিংয়ের মতো কপিলের কমেডি শোয়ের পরিচিত মুখরা রয়েছেন। তবে চমক অন্য। ৬ বছরের পুরনো মতভেদ ঝেড়ে ফেলে কপিলের সঙ্গে একফ্রেমে দেখা গেল সুনীল গ্রোভারকে।
advertisement
advertisement
advertisement
‘ঘর বদলেছে, সংসার নয়’, এই ট্যাগলাইনেই নেটফ্লিক্সে ফিরছে কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো। একসময় কপিলের শোয়ের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। কিন্তু অস্ট্রেলিয়া শো করতে যাওয়ার সময় তুমুল ঝামেলা বাধে কপিল এবং সুনীলের মধ্যে। গুত্তি এবং ডাক্তার মাশূর গুলাটির মতো চরিত্রে জনপ্রিয় হয়ে ওঠেন সুনীল।
তবে বিবাদের পরেই কপিলের শো ছাড়েল সুনীল। আর কখনও দ্য কপিল শর্মা শো-তে দেখা মেলেনি ‘ড: গুলাটির’। তবে এবার সব ঝগড়া ভুলে আবার একসঙ্গে হাত মেলালেন দুই পুরনো বন্ধু। সুনীলকে পাশে পেয়ে যে তাঁর ‘পরিবার সম্পূর্ণ’, একথা স্বীকার করলেন কপিলও। এখন শুধু দেশের অন্যতম কৌতুক অভিনেতাদের নতুন প্রদর্শনের অপেক্ষায় অনুরাগীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 7:49 PM IST