Actor Death: বাঁচানো গেল না...! মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Actor Death: রবিবার সন্ধ্যা ৬ টার দিকে অভিনেতা তার আসন্ন ছবির শ্যুটিং শেষ করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মধ্যরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন, যার পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরও বাঁচানো যায়নি অভিনেতাকে৷
বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা এবং কৌতুকাভিনেতা রাজু তালিকোট। অভিনেতা উদুপির মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে অভিনেতা তার আসন্ন ছবির শ্যুটিং শেষ করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মধ্যরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন, যার পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরও বাঁচানো যায়নি অভিনেতাকে৷ মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা৷
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! বৃহস্পতির দুরন্ত চালে কপাল পুড়বে ২ রাশির, কালীপুজোর আগেই ভয়ঙ্কর বিপদ, আর্থিক সঙ্কটে জীবন ছারখার
রাজেসাবা মাকতুমাসাব তালিকোটি নামে জন্মগ্রহণ করেন, যিনি রাজু তালিকোট নামে পরিচিত, তিনি বিজয়পুর জেলার সিন্দাগি তালুকের চিক্কাসিন্দগি গ্রামের বাসিন্দা। অভিনেতা-কমেডিয়ান চলচ্চিত্রে তার মাতাল চরিত্রের কারণে একটি ঘরোয়া নাম হয়ে ওঠে। তিনি উত্তর কর্ণাটকের তালিকোটির খাসগেশ্বর ড্রামা বোর্ডের মালিক ছিলেন। তিনি যে ছবির শুটিং করছিলেন, তাতে শাইন শেঠিও অভিনয় করেছিলেন ।
advertisement
advertisement
আরও পড়ুন-অক্টোবরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? বর্ষা বিদায় নিতেই বিরাট তাণ্ডব! এল আবহাওয়ার বড় আপডেট
জানা গিয়েছে, অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েছিল৷ তার ছেলে জানিয়েছেন যে অভিনেতার শেষকৃত্য বিজয়পুরায় সম্পন্ন করা হবে। শাইন শেঠি জানিয়েছেন যে রাজু তালিকোটের আচমকা শ্বাসকষ্ট শুরু হয়৷ তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরও তাকে বাঁচানো যায় নি৷
advertisement
‘মানসারে’, ‘পঞ্চারঙ্গি’, ‘লাইফ ইজ দ্যাট’, ‘রাজধানী’, ‘আলেমারি’, ‘ময়না’ এবং ‘টোপিওয়ালা’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রয়াত এই অভিনেতা ‘বিগ বস কন্নড়’-এর সপ্তম সিজনে অংশগ্রহণ করেছিলেন। অভিনেতা বেশ কয়েকটি টিভি শোতেও কাজ করেছিলেন। রাজু তালিকোটির মৃত্যুতে কন্নড় চলচ্চিত্র শিল্পের পাশাপাশি থিয়েটার শিল্পও শোকের ছায়া নেমে এসেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2025 10:16 AM IST