Kangana Ranaut's car attacked: পঞ্জাবে কঙ্গনার গাড়িতে আক্রমণ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বেজায় চটে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)! অভিযোগ, তাঁর গাড়িতে আক্রমণ করা হয়েছে (Kangana Ranaut's car attacked)
#মুম্বই: বেজায় চটে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)! অভিযোগ, তাঁর গাড়িতে আক্রমণ করা হয়েছে (Kangana Ranaut's car attacked)! ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে মনিকার্ণিকা স্টার লেখেন, '' যেই আমি পঞ্জাবে ঢুকি, একদল লোক আমার গাড়িতে আক্রমণ করে! বলছিল ওঁরা চাষি!''(Kangana Ranaut's car attacked)


advertisement
২ দিন আগেই FIR দায়ের করেন বলিটাউনের সদাবিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)! কারণ? তিনি নাকি খুনের হুমকি পাচ্ছেন! কৃষকদের বিক্ষোভকে খলিস্তানি আন্দোলন আখ্যা দেওয়াতেই নাকি মিলছে প্রাণনাশের হুমকি! হিমাচল প্রদেশের একটি থানায় FIR দায়ের করেন অভিনেত্রী।
advertisement
মঙ্গলবার ইনস্টাগ্রামে দায়ের করা FIR-এর কপি শেয়ার করে মনিকার্ণিকা তারকা (Kangana Ranaut )লেখেন, '' মুম্বইয়ে সন্ত্রাসী হামলায় শহিদদের স্মরণ করে আমি লিখেছিলাম, বিশ্বাসঘাতকদের কখনও ক্ষমা করবেন না, বা ভুলে যাবেন না! এই ধরনের ঘটনায় দেশের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকদেরও হাত থাকে! কখনও অর্থ, কখনও বা পদ-ক্ষমতার লোভে দেশদ্রোহীরা বারংবার ভারত মাতাকে কলঙ্কিত করেছে! আমি প্রতিনিয়ত হুমকি পাচ্ছি। বাথিন্ডার এক বাসিন্দা প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিয়েছেন। এই ধরনের হুমকিতে আমি ভীত নই। যারা দেশ ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে কথা বলি এবং সবসময় বলব।"
advertisement
এর আগে কঙ্গনার বিরুদ্ধেও দায়ের হয়েছিল FIR। শিখ সম্প্রদায়ের কয়েকজন সদস্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হেনেছেন কঙ্গনা। অমরজিৎ সান্ধু নামে এক ব্যক্তি কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করেন। দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি এবং শিরোমনি অকালি দলের নেতারাও সমর্থন করন তাঁকে।
advertisement
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে শুরু, তারপর থেকে আর যেন থামতেই চান না কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut )! হুগলি থেকে হনুলুলু... যে-কোনও বিষয় নিয়েই তাঁকে মত প্রকাশ করতে হবে! সম্প্রতি তিনি যেন সব মাত্রাই ছাড়িয়ে গেলেন! একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘১৯৪৭ সালে পাওয়া স্বাধীনতা আসলে স্বাধীনতা নয়। ছিল ভিক্ষা। স্বাধীনতা তো ২০১৪ সালে এসেছে।’’ এরপরই তাঁর পদ্মশ্রী সম্মান প্রত্যাহারের দাবি তুলে গর্জে ওঠে কংগ্রেস, শিবসেনা, এনসিপি, আম আদমি পার্টির মতো বিরোধী-সহ বিজেপি-র সহযোগী হিন্দুস্থান আওয়াম মোর্চা (হাম)।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2021 4:44 PM IST