Kangana Ranaut Court: জাভেদ আখতারের আনা মামলায় শুনানির দিন হাজির না হলে এ বার কঙ্গনার নামে গ্রেফতারি পরোয়ানা

Last Updated:

Kangana Ranaut Court:কঙ্গনা রানাউতের (Kangana Ranaut ) বিরুদ্ধে গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar defamation case) দায়ের করা মানহানির মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০ সেপ্টেম্বর ৷

মুম্বই : কঙ্গনা রানাউতের (Kangana Ranaut ) বিরুদ্ধে গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar defamation case) দায়ের করা মানহানির মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০ সেপ্টেম্বর ৷ শুনানির জন্য নির্ধারিত সেই দিনে তিনি যদি আদালতে উপস্থিত না হন, তা হলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে আদালত ৷
যদিও কঙ্গনার (Kangana Ranaut Court ) আইনজীবী রিজওয়ান সিদ্দিকি আদালতে একটি মেডিক্যাল রিপোর্ট দায়ের করেছেন ৷ সেখানে বলা হয়েছে, অভিনেত্রীকে তাঁর ছবির প্রচারের জন্য একাধিক জায়গায় ঘুরতে হয়েছে ৷ তাঁর মধ্যে কোভিড ১৯-এর কিছু উপসর্গ দেখা দিয়েছে ৷ তাই তিনি আদালতের কাছে সময় চেয়েছেন সাতদিনের ৷ এই সময়ের মধ্যে অভিনেত্রী করোনা পরীক্ষা করিয়ে নিতে চান বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ৷
advertisement
অন্যদিকে, জাভেদ আখতারের আইনজীবীর দাবি, এটা আসলে মামলার শুনানিকে পিছিয়ে দেওয়ার জন্য অভিনেত্রী কঙ্গনার একটা কৌশল ৷ তবে কঙ্গনার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারক শুনানির দিন পিছিয়ে দেন ৷ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০ সেপ্টেম্বর ৷ কিন্তু সে দিন তিনি ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে না পারলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে ৷
advertisement
advertisement
আরও পড়ুন : নাগা চৈতন্য এবং সামান্থা আক্কিনেনির দাম্পত্য ভাঙতে চলেছে? এই ইঙ্গিতগুলি নাকি সে কথাই বলছে
গত বছর নভেম্বরে কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছিলেন জাভেদ ৷ বর্ষীয়ান গীতিকারের অভিযোগ ছিল, টেলিভিশনে কঙ্গনা একটানা তাঁর নামে অপমানকর মন্তব্য করে গিয়েছেন ৷ অভিনেত্রীর বক্তব্য ভিত্তিহীন বলেও দাবি জাভেদের ৷ কঙ্গনার এই আচরণে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ ৷
advertisement
আরও পড়ুন : সন্তানের জন্ম দিয়ে মা হওয়ার পরিকল্পনা নেই, কারণ জানালেন অভিনেত্রী কবিতা কৌশিক
প্রসঙ্গত, জাভেদ আখতার এবং কঙ্গনা রানাউতের মধ্যে এই চাপানউতোর গত কয়েক দিন ধরেই ইন্ডাস্ট্রিতে চর্চিত ৷ তবে এই বিতর্কিত আবহেই মুক্তি পেল কঙ্গনা রানাউতের বহু আলোচিত ছবি ‘থলাইভি’ ৷ এ এল বিজয় পরিচালিত এই ছবি প্রয়াত রাজনীতিক জয়ললিতার জীবনের ছায়ায় নির্মিত ৷ কঙ্গনা ছাড়াও এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অরবিন্দ স্বামী এবং নাসার ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut Court: জাভেদ আখতারের আনা মামলায় শুনানির দিন হাজির না হলে এ বার কঙ্গনার নামে গ্রেফতারি পরোয়ানা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement