হোম /খবর /বিনোদন /
জাভেদ আখতারের আনা মামলায় শুনানিতে হাজির না হলে কঙ্গনার নামে গ্রেফতারি পরোয়ানা

Kangana Ranaut Court: জাভেদ আখতারের আনা মামলায় শুনানির দিন হাজির না হলে এ বার কঙ্গনার নামে গ্রেফতারি পরোয়ানা

কঙ্গনা রানাউত এবং জাভেদ আখতার, ছবি-ইনস্টাগ্রাম

কঙ্গনা রানাউত এবং জাভেদ আখতার, ছবি-ইনস্টাগ্রাম

Kangana Ranaut Court:কঙ্গনা রানাউতের (Kangana Ranaut ) বিরুদ্ধে গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar defamation case) দায়ের করা মানহানির মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০ সেপ্টেম্বর ৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই : কঙ্গনা রানাউতের (Kangana Ranaut ) বিরুদ্ধে গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar defamation case) দায়ের করা মানহানির মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০ সেপ্টেম্বর ৷ শুনানির জন্য নির্ধারিত সেই দিনে তিনি যদি আদালতে উপস্থিত না হন, তা হলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে আদালত ৷

যদিও কঙ্গনার (Kangana Ranaut Court ) আইনজীবী রিজওয়ান সিদ্দিকি আদালতে একটি মেডিক্যাল রিপোর্ট দায়ের করেছেন ৷ সেখানে বলা হয়েছে, অভিনেত্রীকে তাঁর ছবির প্রচারের জন্য একাধিক জায়গায় ঘুরতে হয়েছে ৷ তাঁর মধ্যে কোভিড ১৯-এর কিছু উপসর্গ দেখা দিয়েছে ৷ তাই তিনি আদালতের কাছে সময় চেয়েছেন সাতদিনের ৷ এই সময়ের মধ্যে অভিনেত্রী করোনা পরীক্ষা করিয়ে নিতে চান বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ৷

অন্যদিকে, জাভেদ আখতারের আইনজীবীর দাবি, এটা আসলে মামলার শুনানিকে পিছিয়ে দেওয়ার জন্য অভিনেত্রী কঙ্গনার একটা কৌশল ৷ তবে কঙ্গনার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারক শুনানির দিন পিছিয়ে দেন ৷ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০ সেপ্টেম্বর ৷ কিন্তু সে দিন তিনি ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে না পারলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে ৷

আরও পড়ুন : নাগা চৈতন্য এবং সামান্থা আক্কিনেনির দাম্পত্য ভাঙতে চলেছে? এই ইঙ্গিতগুলি নাকি সে কথাই বলছে

গত বছর নভেম্বরে কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছিলেন জাভেদ ৷ বর্ষীয়ান গীতিকারের অভিযোগ ছিল, টেলিভিশনে কঙ্গনা একটানা তাঁর নামে অপমানকর মন্তব্য করে গিয়েছেন ৷ অভিনেত্রীর বক্তব্য ভিত্তিহীন বলেও দাবি জাভেদের ৷ কঙ্গনার এই আচরণে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ ৷

আরও পড়ুন : সন্তানের জন্ম দিয়ে মা হওয়ার পরিকল্পনা নেই, কারণ জানালেন অভিনেত্রী কবিতা কৌশিক

প্রসঙ্গত, জাভেদ আখতার এবং কঙ্গনা রানাউতের মধ্যে এই চাপানউতোর গত কয়েক দিন ধরেই ইন্ডাস্ট্রিতে চর্চিত ৷ তবে এই বিতর্কিত আবহেই মুক্তি পেল কঙ্গনা রানাউতের বহু আলোচিত ছবি ‘থলাইভি’ ৷ এ এল বিজয় পরিচালিত এই ছবি প্রয়াত রাজনীতিক জয়ললিতার জীবনের ছায়ায় নির্মিত ৷ কঙ্গনা ছাড়াও এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অরবিন্দ স্বামী এবং নাসার ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Javed Akhtar, Kangana Ranaut