Kavita Kaushik : সন্তানের জন্ম দিয়ে মা হওয়ার পরিকল্পনা নেই, কারণ জানালেন অভিনেত্রী কবিতা কৌশিক

Last Updated:

সম্প্রতি এক সাক্ষাৎকারে কবিতা (Kavita Kaushik ) জানিয়েছেন এই মুহূর্তে তাঁদের পরিবার বড় করবার কোনও ইচ্ছে বা পরিকল্পনা নেই ৷

মুম্বই : অভিনেত্রী কবিতা কৌশিক (Kavita Kaushik ) এবং ব্যবসায়ী রনিত বিশ্বাসের বিয়ের বয়স পেরিয়েছে তিন বছরের বেশি ৷ ২০১৮ সালে তাঁরা বিয়ে করেছিলেন কেদারনাথের এক মন্দিরে ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে কবিতা জানিয়েছেন এই মুহূর্তে তাঁদের পরিবার বড় করবার কোনও ইচ্ছে বা পরিকল্পনা নেই ৷ তাঁদের পোষ্য কুকুর ও বিড়ালের যত্ন আত্তি করেই খুশি আছেন এই দম্পতি ৷ কবিতা জানিয়েছেন, এই অতিরিক্ত জনসংখ্যার দেশে কোনও শিশুর জন্ম দেওয়ার ইচ্ছে নেই তাঁর ৷ প্রথম সারির এক সংবাদমাধ্যমে এ কথা বলেছেন কবিতা ৷ তাঁর কথায়, ‘‘আমার একটা বিড়াল আর কুকুর আছে ৷ তারাই আমার পরিবার ৷ অতিরিক্ত জনসংখ্যার এই দেশে একজন শিশুকে আনবার কোনও ইচ্ছে নেই আমার ৷’’
দীর্ঘ বিরতির পর কবিতা ফের ধারাবাহিকে ফিরছেন ‘লক্ষ্মী ঘর আয়ি’ শো-এ ৷ কী ধরনের চরিত্র তিনি ফুটিয়ে তুলবেন পর্দায়? সংবাদমাধ্যমে জানিয়েছেন এই ধারাবাহিকে তিনি ফুটিয়ে তুলবেন ক্যামিয়ো চরিত্র ৷ কবিতা বলেছেন, ‘‘বক্সা মাসির ভূমিকা, যাতে আমি অভিনয় করব, সেটি আমার আগের অভিনীত চরিত্রগুলি থেকে সম্পূ্র্ণ আলাদা ৷ ’’ কবিতা অভিনীত ধারাবাহিকের মধ্যে অন্যতম হল ‘কুটুম্ব’, ‘কহানি ঘর ঘর কি’, ‘কোই আপনা সা’, ‘কহানি তেরি মেরি’, ‘পিয়া কা ঘর’, ‘কুমকুম’ এবং ‘এফআইআর’ ৷ পাশাপাশি, ‘এক হাসিনা থি’, ‘মুম্বই কলিং’, ‘জঞ্জীর’-সহ বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন ৷ যদিও কবিতা মনে করেন টেলিভিশনের মতো অন্য কোনও মাধ্যমে দর্শকদের এত গভীর মনোযোগ অভিনেতারা পান না ৷
advertisement
আরও পড়ুন : "আপনাদের আসলে গসিপ চাই", নিজের লেখা বই প্রসঙ্গে বললেন প্রিয়াঙ্কা
অভিনয়ের পাশাপাশি কবিতা কৌশিক জনপ্রিয়তার প্রথম সারিতে এসেছিলেন ‘বিগ বস’-এর দৌলতে ৷ এই শো-এর ত্রয়োদশ মরসুমে অংশ নিয়েছিলেন কবিতা ৷ তাঁর আগমনে জৌলুস বাড়বে শো-এর, মনে করেছিলেন দর্শকরা ৷ কিন্তু প্রতিযোগিতা এগোতেই কবিতা ক্রমশ একের পর এক জড়িয়ে পড়েন বিতর্কে ৷ বিগ বসের বাড়ির একাধিক বাসিন্দার সঙ্গে তিনি বিবাদে জড়িয়ে পড়েন ৷ বিশেষত আলি গনি এবং রুবিনা দিলায়েকের সঙ্গে তাঁর বিবাদ ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছিল ৷ রুবিনার সঙ্গে বিবাদের পর বিগ বস শো ছেড়েই চলে যান কবিতা ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  শার্টের সবক’টা বোতাম খোলা,নেই অন্তর্বাস! ক্যামেরার সামনে অনায়াসে উপস্থিত অভিনেত্রী মৌনি রায়!
পরে বিগ বস-এর তিক্ত অভিজ্ঞতা নিয়ে তিনি বলেছিলেন, সেখানে দীর্ঘ ক্ষণ আনাহারে থাকা এবং যথেষ্ট পরিমাণে ঘুমের অভাবে তাঁর মধ্যে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kavita Kaushik : সন্তানের জন্ম দিয়ে মা হওয়ার পরিকল্পনা নেই, কারণ জানালেন অভিনেত্রী কবিতা কৌশিক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement