Kangana Ranaut on Viral Pics with Chirag Paswan: চিরাগ পাসওয়ানের সঙ্গে ভাইরাল ছবি প্রসঙ্গে নীরবতা ভেঙে এ কী বললেন কঙ্গনা!
- Written by:Bangla Digital Desk
- trending desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kangana Ranaut on Viral Pics with Chirag Paswan: সংসদে কঙ্গনা আর চিরাগ ক্যামেরাবন্দি হয়েছিলেন। সেই সমস্ত ছবি আর ভিডিও-ই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা ভক্তদের নজর কেড়ে নিয়েছে।
মুম্বই: লোকসভা নির্বাচন ২০২৪-এ জয়লাভ করেছেন কঙ্গনা রানাউত এবং চিরাগ পাসওয়ান। আর তারপর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন রাজনীতির ময়দানের এই দুই তরুণ ব্যক্তিত্ব। সংসদে কঙ্গনা আর চিরাগ ক্যামেরাবন্দি হয়েছিলেন। সেই সমস্ত ছবি আর ভিডিও-ই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা ভক্তদের নজর কেড়ে নিয়েছে। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে চিরাগের সঙ্গে ভাইরাল ছবির বিষয়টা মজার ভঙ্গিতেই তুলে ধরেছেন অভিনেত্রী।
নিজের আসন্ন ছবি ‘এমার্জেন্সি’-র প্রচারে ব্যস্ত কঙ্গনা। তাঁর ভাইরাল ছবি নিয়ে যে পরিমাণ চর্চা শুরু হয়েছে, সেই প্রসঙ্গে বলিউডের ক্যুইন বলেন, “সংসদে অন্তত আমাদের রেহাই দিন।” এরপর হেসে তিনি বলেন, “আমি দীর্ঘ সময় ধরে চিরাগকে চিনি। ও আমার ভাল বন্ধু। লোকে ওর পিছনে পড়ে গিয়েছে, কারণ বহুবার ও আমায় আনন্দ দিয়ে হাসিয়েছে।” অভিনেত্রী আরও বলেন, “এখন তো আমায় দেখলেই ও নিজের পথ পরিবর্তন করে ফেলে।”
advertisement
সেই ২০১১ সাল থেকেই কঙ্গনা এবং চিরাগের যোগাযোগ। কারণ ওই বছর তনভীর খান পরিচালিত ‘মিলে না মিলে হাম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। যদিও ওই ছবিটি বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি। সংবাদ সংস্থার কাছে চিরাগ জানিয়েছেন যে, “আমিই প্রথম প্রজন্মের সদস্য, যিনি এই উদ্যোগে অংশগ্রহণ করার চেষ্টা করেছিলাম। কিন্তু খুব শীঘ্রই আমি বুঝতে পেরেছিলাম যে, এটা একটা বড় বিপর্যয়। গোটা দেশ সেটা বোঝার আগে আমি বুঝেছিলাম যে, বিষয়টা বিপর্যয়।” এরপরে অভিনেতা মজা করে জানিয়েছিলেন যে, “আমি শুধু বুঝতে পেরেছি যে, অভিনয়ের জন্য আমি নই।”
advertisement
advertisement
আরও পড়ুন : কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন? স্পেশাল ট্রেনের সময়সূচি জেনে নিন
ছবির ব্যর্থতা সত্ত্বেও কঙ্গনার সঙ্গে কিন্তু চিরাগের বন্ধুত্ব অটুট ছিল। তিনি বলেন যে, “অভিনয়ে ভাগ্য পরীক্ষা করতে গিয়ে শুধুমাত্র যে ভাল জিনিসটি আমার সঙ্গে ঘটেছিল, সেটা হল – কঙ্গনা এবং আমি খুব ভাল বন্ধু হয়ে উঠেছিলাম।” এরপর চিরাগ বলে চলেন, “সংসদে কঙ্গনার সঙ্গে দেখা করার জন্য আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কারণ বিগত ৩ বছর ধরে আমি আমার নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে, ওর সঙ্গে যোগাযোগটাই হারিয়ে গিয়েছিল।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 31, 2024 8:49 PM IST










