Special Train on Kaushiki Amavasya:কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন? স্পেশাল ট্রেনের সময়সূচি জেনে নিন

Last Updated:
Special Train on Kaushiki Amavasya : বিশেষ ট্রেনটি কোথা থেকে কোথায় পর্যন্ত চলবে,সময় কখন। এই সমস্ত জানুন বিস্তারিত।
1/5
অবশেষে কৌশিকী অমাবস্যার আগে খুশির খবর দিল পূর্ব রেল। সামনের সোমবার ভাদ্র মাসের কৌশিক আমাবস্যা।
অবশেষে কৌশিকী অমাবস্যার আগে খুশির খবর দিল পূর্ব রেল। সামনের সোমবার ভাদ্র মাসের কৌশিক আমাবস্যা।
advertisement
2/5
কৌশিকী অমাবস্যা শুরু ২ সেপ্টেম্বর(১৬ ভাদ্র) সোমবার আহোরাত্র থাকবে কৌশিকী অমাবস্যা। ১ সেপ্টেম্বর শেষ রাত ৫/৫/৫১ থেকে ৩ সেপ্টেম্বর ঘ ৬/২৯/৫৮ পর্যন্ত থাকবে আমাবস্যা।
কৌশিকী অমাবস্যা শুরু ২ সেপ্টেম্বর(১৬ ভাদ্র) সোমবার আহোরাত্র থাকবে কৌশিকী অমাবস্যা। ১ সেপ্টেম্বর শেষ রাত ৫/৫/৫১ থেকে ৩ সেপ্টেম্বর ঘ ৬/২৯/৫৮ পর্যন্ত থাকবে আমাবস্যা।
advertisement
3/5
আর অমাবস্যা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।ট্রেনটি ০২.০৯.২০২৪ তারিখ থেকে ০৪.০৯.২০২৪ পর্যন্ত।
আর অমাবস্যা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।ট্রেনটি ০২.০৯.২০২৪ তারিখ থেকে ০৪.০৯.২০২৪ পর্যন্ত।
advertisement
4/5
ট্রেনটি চলবে হাওড়া থেকে রামপুরহাট।সময় সকাল ৫ঃ৪৫ মিনিট রামপুরহাট এসে পৌঁছবে সকাল ৯:৫০ মিনিটে। আবার পুনরায় ট্রেনটি রামপুরহাট থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে সকাল ১১ঃ৩২ মিনিটে এবং হাওড়া গিয়ে পৌঁছাবে বিকেল ০৩:৫৫ মিনিটে।
ট্রেনটি চলবে হাওড়া থেকে রামপুরহাট।সময় সকাল ৫ঃ৪৫ মিনিট রামপুরহাট এসে পৌঁছবে সকাল ৯:৫০ মিনিটে। আবার পুনরায় ট্রেনটি রামপুরহাট থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে সকাল ১১ঃ৩২ মিনিটে এবং হাওড়া গিয়ে পৌঁছাবে বিকেল ০৩:৫৫ মিনিটে।
advertisement
5/5
এই বিশেষ ট্রেনটি উভয় দিকেই শেওড়াফুলি, ব্যান্ডেল,বর্ধমান,গুসকরা,বোলপুর (শান্তিনিকেতন), এবং সাঁইথিয়া স্টেশন গুলিতে থামবে।এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচের ব্যবস্থা থাকবে।
এই বিশেষ ট্রেনটি উভয় দিকেই শেওড়াফুলি, ব্যান্ডেল,বর্ধমান,গুসকরা,বোলপুর (শান্তিনিকেতন), এবং সাঁইথিয়া স্টেশন গুলিতে থামবে।এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচের ব্যবস্থা থাকবে।
advertisement
advertisement
advertisement