Kangana Ranaut, Vikrant Massey: বলি নায়ককে ‘আরশোলা’ বলে ভর্ৎসনা করেছিলেন! এবার সেই অভিনেতারই ভূয়সী প্রশংসা করলেন কঙ্গনা

Last Updated:

এবার এক অভিনেতার মন খুলে প্রশংসা করলেন অভিনেত্রী। সেই অভিনেতাকেই আগে আরশোলা বলতেও ছাড়েননি কঙ্গনা।

‘আরশোলা’ বলতেও ছাড়েননি! এবার সেই অভিনেতারই ভূয়সী প্রশংসা করলেন কঙ্গনা
‘আরশোলা’ বলতেও ছাড়েননি! এবার সেই অভিনেতারই ভূয়সী প্রশংসা করলেন কঙ্গনা
কঙ্গনা মানেই চাঁচাছোলা মন্তব‍্য, কঙ্গনা মানেই বিতর্ক। কঙ্গনা রানাওয়াতের পোস্ট শুনলেই মনে আসে এবার কার বিরুদ্ধে তোপ দাগবেন অভিনেত্রী। তবে এবার এক অভিনেতার মন খুলে প্রশংসা করলেন অভিনেত্রী। সেই অভিনেতাকেই আগে আরশোলা বলতেও ছাড়েননি কঙ্গনা।
সম্প্রতি মুক্তি বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় 12th Fail’। ছবিতে মুখ‍্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত মেসি এলং মেধা শঙ্কর। ছবিটি সমালোচক মহলে ইতিমধ‍্যেই প্রশংসিত। এই ছবি নিয়েই সোশ‍্যাল মিডিয়ায় ভূয়সী প্রশংসা করলেন অভিনেত্রী কঙ্গনা।
ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া থেকে অভিনেতা বিক্রান্ত মেসি, সকলেরই প্রশংসা করলেন কঙ্গনা। সত‍্য ঘটনার উপর আধারিত এই ছবিতে বিক্রান্তের অভিনয় দেখে কঙ্গনার মন্তব‍্য, বিক্রান্ত বলিউডে ইরফান খানের শূন‍্যস্থান পূরণ করবেন।
advertisement
advertisement
সোশ‍্যাল মিডিয়ার পাতায় কঙ্গনা লেখেন,‘‘কি অসাধারণ একটি ছবি। আমি নিজেও হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেছি। জেনারেল কাস্ট থেকে। তাই এন্ট্রি পরীক্ষার জন‍্য এই কঠিন লড়াই দেখেছি স্কুলে পড়াকালীন। সিনেমাটা দেখার সময় আমি হাউ হাউ করে কেঁদেছি।’’
advertisement
বিক্রান্তের উদ্দেশ‍্যে তাঁ মন্তব‍্য ‘‘বিক্রান্ত অসাধারণ। আমার আশা আগামী দিনগুলিতে তিনি ইরফান খানের শূন‍্যস্থান পূরণ করবেন। এমন প্রতিভাকে আমার স‍্যালুট।’’ তবে, কঙ্গনার এই ভূয়সী প্রশংসার পরেই নেটিজনেরা তুলে আনছেন তাঁর পূর্ব মন্তব‍্য। একসময় বিক্রান্তকেই আরশোলা বলতেও ছাড়েননি ‘কুইন’ অভিনেত্রী।
ইয়ামি গৌতমের বিয়ের একটি ছবিতে বিক্রান্ত ‘রাধা মায়ের মতো লাগছে’, বলে মন্তব‍্য করেন। সেই কমেন্টের নীচেই কঙ্গনা লেখেন, ‘‘এই আরশোলা আবার কোথা থেকে এল? আমার চপ্পলটা কোথায়?’’ যদিও কঙ্গনার এই মন্তব‍্যের পরেই বিক্রান্ত জানিয়েছিলেন তাঁর এসবে কিছু এসে যায় না।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut, Vikrant Massey: বলি নায়ককে ‘আরশোলা’ বলে ভর্ৎসনা করেছিলেন! এবার সেই অভিনেতারই ভূয়সী প্রশংসা করলেন কঙ্গনা
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement