Aamir Khan’s Daughter Wedding: হাসিমুখে দুই প্রাক্তন, কোথায় আমিরের বর্তমান ‘প্রেমিকা’? ইরার বিয়েতে কেন নেই দঙ্গল গার্ল ফতিমা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
একজনের অনুপস্থিতি চোখে পড়ছে সকলের৷ তিনি আমিরের চর্চিত প্রেমিকা ফতিমা সানা শেখ৷
বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা খান৷ দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আমির কন্যা৷ মুম্বাইতে ইরার বিয়েতে উপস্থিত ছিলেন আমিরেরে পুরো পরিবার এবং কাছের বন্ধুবান্ধবরা৷ আমিরের দুই প্রাক্তন স্ত্রীকেই দেখা গেল ইরার বিয়েতে৷ তবে একজনের অনুপস্থিতি চোখে পড়ছে সকলের৷ তিনি আমিরের চর্চিত প্রেমিকা ফতিমা সানা শেখ৷
‘দঙ্গল’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই ফতিমা সানা শেখের সঙ্গে আমির খানের সম্পর্কের গুজব শোনা গিয়েছিল বলিউডে৷ ‘দঙ্গল’ ছাড়াও ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জনে।
আরও পড়ুন: জয়া কিংবা রেখা নন, এই অভিনেত্রীর প্রাণ বাঁচাতেই আগুনে ঝাঁপিয়ে পড়েন অমিতাভ! জানুন সেই ভয়ঙ্কর ঘটনা
advertisement
advertisement
তারপর থেকেই দু’জনের সম্পর্ক আরও গাঢ় হয়ে বলেই শোনা যায়৷ ঠিক তারপরেই ১৫ বছরের সম্পর্কে ইতি টানেন আমির খান এবং কিরণ রাও৷ ফলে আমির-ফতিমার সম্পর্ক নিয়ে জল্পনা বাড়তে থাকে৷
আমিরের পরিবারে যেকোনও অনুষ্ঠানেই উপস্থিত থাকতেন ফতিমা৷ এমনকি ইরার এনগেজমেন্টের দিনও ছিলেন তিনি৷ কিন্তু বিয়ের দিন হঠাৎ করেই তাঁর অনুপস্থিতি নজরে এসেছে নেটিজেনের৷
advertisement
তা দেখেই অনেকের ধারণা আমির এবং ফতিমার সম্পর্কের হয়তো অবনতি হয়েছে৷ অবশ্য কিছুজনের মত আমির কন্যার উদয়পুরের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফতিমা৷ তবে এ বিষয়ে এখনও কোনওকিছু জানা যায়নি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2024 5:17 PM IST