Kanchanaa Moitra Viral Post: ‘পাপা কি পরীদের মাঝে’ বীরাঙ্গনা... শহরে অ্যাপ ক্যাবের মহিলা চালকের সঙ্গে সাক্ষাৎ কাঞ্চনার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Kanchanaa Moitra Viral Post: কাঞ্চনার লেখায়, ‘... একজন রিয়েল সেলিব্রিটির সঙ্গে দেখা হল। চারদিকে ‘পাপা কি পরী’দের মাঝখানে একজন রিয়েল ক্যুইন।’
কলকাতা: বীরাঙ্গনার সঙ্গে সাক্ষাৎ অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর। শোনালেন, এক নারীর কাহিনি। যাঁর সামনে কাঁটা দেওয়া পথ। কিন্তু হেঁটেই চলেছেন খালি পায়ে। বীরদর্পে। এখানে কেবল সেই নারীর হাতে স্টিয়ারিং। পিতৃতান্ত্রিক এই সমাজে এই কাজটি ‘পুরুষদের কাজ’ বলে তকমা পেয়েছে, সেই কাজকেই নিজের পেশা করে নিয়েছেন তিনি।
অ্যাপ ক্যাবের চালক ঝর্ণা মণ্ডল। কলকাতা শহরে গাড়ি চালিয়ে প্যাসেঞ্জারদের জায়গা মতো পৌঁছে দেন। তাঁরই সঙ্গে দেখা হল অভিনেত্রীর। ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ঝর্ণার কথা জানালেন সকলকে। একইসঙ্গে সমাজের নারীদের একাংশকে কটাক্ষ করতেও ছাড়লেন না অভিনেত্রী।
advertisement
advertisement
কাঞ্চনার লেখায়, ‘… একজন রিয়েল সেলিব্রিটির সঙ্গে দেখা হল। চারদিকে ‘পাপা কি পরী’দের মাঝখানে একজন রিয়েল ক্যুইন। উনি বললেন উনি নাকি আমার ফ্যান। ধুর, আমি ওঁর এবং ওঁর মতো নিজের দমে বেঁচে থাকা মানুষদের ফ্যান।’
চালকের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন কাঞ্চনা। তাঁর আলাদা দু’টি ছবিও দিয়েছেন ফেসবুকে। পোস্টের কমেন্ট বক্স উপচে পড়ছে। এমন সুন্দর একটি কাহিনি নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 10:24 PM IST