Kanchan Mullick: ‘তোমার কোলে মাথা রেখে মনের কথা বলতে পারতাম’, সঙ্কটে প্রয়াত বাবার আশ্রয়ের সন্ধানে অভিনেতা

Last Updated:
কলকাতা : দর্শককে হাসানো কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) চোখে জল ৷ গত কয়েক দিন ধরে পারিবারিক কেচ্ছা অপবাদে জর্জরিত এই অভিনেতা-বিধায়ক ৷ জীবনসঙ্কটে তিনি খুঁজছেন বাবাকে ৷
ট্যুইটারে একটি সাদাকালো ঝাপসা ছবি পোস্ট করেছেন তিনি ৷ সেটা সম্ভবত অভিনেতার অন্নপ্রাশনের ছবি ৷ ন্যাড়া মাথা, কপালে চন্দন, গলায় রজনীগন্ধার মালাসাজে সজ্জিত শিশু কাঞ্চনের দিকে তাকিয়ে আছেন তাঁর বাবা ৷ অভিনেতা যে পিতৃমুখী, স্পষ্ট এই ছবিতেই ৷ তিনি ট্যুইট করেছেন, অন্তত তাঁর বাবা জীবিত থাকলে আজ তাঁর কোলে মাথা দিয়ে মনের কথা ভাগ করে নিতে পারতেন! বাবাকে মিস করছেন তিনি ৷
advertisement
কাঞ্চনের বাবা ছিলেন এক কারখানার কর্মী ৷ নিম্নবিত্ত সংসারের হাল ধরতে বহু জীবিকা ধারন করতে হয়েছে কাঞ্চনকে ৷ সেলসম্যানের কাজ, বিউটি পার্লারে ম্যানেজার হওয়ার চাকরি পেরিয়ে বাণিজ্যশাখার ছাত্র কাঞ্চন পা রাখেন থিয়েটারে ৷ তার পর ছবিতে৷ প্রথম ছবি ‘সাথী’ মুক্তি পেয়েছিল ২০০২-এ ৷
advertisement
পর্দার বাইরে কৌতুকাভিনেতার ব্যক্তিগত জীবন প্রথম থেকেই ক্ষতবিক্ষত ৷ তাঁর প্রথম বিয়ে সুখের হয়নি ৷ এর পর পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন ৷ কিন্তু এখন তাঁদের সংসারের কেচ্ছা মুচমুচে চর্চা ৷
advertisement
তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী পিঙ্কি (Pinky Banerjee) ৷ কাঞ্চন মত্ত অবস্থায় তাঁকে গালিগালাজ করেছেন, এই অভিযোগও এনেছেন তিনি ৷ কাঞ্চনের সঙ্গে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকেও ৷ সম্পর্কে সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি পিঙ্কির অভিযোগ, কাঞ্চন-শ্রীময়ীর পরকীয়াতে আজ ছারখার তাঁর সংসার ৷
advertisement
অন্যদিকে কাঞ্চনের অভিযোগ, দীর্ঘ বিবাহিত জীবনে তাঁর সঙ্গে পিঙ্কি ঘরসংসার করেছেন হাতে গোনা কয়েক দিন ৷ ছেলে ওসোকে নিয়ে পিঙ্কি থাকেন তাঁর পৈতৃক বাড়িতে ৷ ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ ধারাবাহিকের অভিনেত্রীর অভিযোগ, তাঁর ও ছেলের কোনও খোঁজ রাখেন না কাঞ্চন ৷ প্রসঙ্গত এই ধারাবাহিক করতে গিয়েই আলাপ দু’জনের ৷ কিন্তু সংসার তো দূর অস্ত্ ৷ আপাতত দুই অভিনেতার দাম্পত্য তাসের ঘর ৷
advertisement
কিন্তু এর দায় নিতে রাজি নন আর এক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Shreemoyee Chottoraj) ৷ নেটমাধ্যমের মিমে ‘বৈশাখী’৷ ‘ঘরভাঙানি’ অপবাদে শ্রীময়ী অত্যন্ত অপমানিত ৷ জানিয়েছেন সংবাদমাধ্যমে ৷ ‘কৃষ্ণকলি’-র খলনায়িকার দাবি, তিনি কাঞ্চন-পিঙ্কির ফাটলের কারণ নন ৷ কাঞ্চন তাঁর সিনিয়র অভিনেতা, মেন্টর ৷ তাঁরা পরকীয়ায় লিপ্ত নন, দাবি শ্রীময়ীর ৷
পিঙ্কির বিরুদ্ধে পরকীয়া-সহ একাধিক অভিযোগ এনেছেন কাঞ্চন ৷ বর্তমানে বহুল চর্চিত পরকীয়া তালিকায় পিঙ্কি-কাঞ্চন-শ্রীময়ী যে নতুন সংযোজন তাতে সন্দেহ নেই ৷ এই কঠিন অবস্থায় উত্তরপাড়ার নব নির্বাচিত বিধায়ক কাঞ্চন মল্লিক শরণাপন্ন হয়েছেন তাঁর প্রয়াত বাবার ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kanchan Mullick: ‘তোমার কোলে মাথা রেখে মনের কথা বলতে পারতাম’, সঙ্কটে প্রয়াত বাবার আশ্রয়ের সন্ধানে অভিনেতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement