Kanchan Mullick gets slammed by Koneenica Banerjee: ‘ও কাঞ্চনদা!...তোমায় ছোট থেকে অন্যভাবে চিনতাম...তুমি কী বলছ এসব?’’ আক্ষেপ ও ক্ষোভ উগড়ে দিলেন কনীনিকা

Last Updated:

Kanchan Mullick gets slammed by Koneenica Banerjee:কাঞ্চনকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘বিশ্বাস করো, সিনিয়র ডাক্তাররা কত খাটছেন, তোমার কোনও আইডিয়া নেই৷ তাই ভুল তথ্য প্লিজ দিয়ো না৷’’

প্রতিবাদী-তালিকায় জুড়ল অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের নাম
প্রতিবাদী-তালিকায় জুড়ল অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের নাম
কলকাতা: আরজি কর কাণ্ডে কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা করে সরব হয়েছেন টলিউডের একাধিক তারকা। সেই প্রতিবাদী-তালিকায় জুড়ল অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের নাম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘ও কাঞ্চনদা, আমার মা বিগত কয়েক মাস ধরে গভর্নমেন্ট হসপিটালে ভর্তি। তাও ক্রিটিক্যাল কেয়ারে।’’
অসুস্থ মাকে দেখতে তিনি নিয়মিত হাসপাতালের বর্হিবিভাগ এবং হাসপাতালের ভিতরে যান। জানিয়েছেন কনীনিকা। দৃঢ়ভাবে বলেছেন হাসপাতালে চিকি‍ৎসা থেমে নেই৷ কাঞ্চনকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘বিশ্বাস করো, সিনিয়র ডাক্তাররা কত খাটছেন, তোমার কোনও আইডিয়া নেই৷ তাই ভুল তথ্য প্লিজ দিয়ো না৷’’
প্রসঙ্গত কা‍ঞ্চন প্রশ্ন করেছিলেন, আরজি কর কাণ্ডে যে ডাক্তাররা আন্দোলন করছেন তাঁরা সরকারের কাছ থেকে বেতন এবং পুজোর বোনাস নেবেন তো? যাঁরা সরকারি উপাধি ও পুরস্কার পেয়েছেন তাঁদেরও ছাড়েননি কাঞ্চন। প্রশ্ন তুলেছিলেন, তাঁরা সে সব ফিরিয়ে দেবেন তো? এর পরই নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের পোস্টে মনে করিয়ে দেন যে সরকারি বেতন বা যে কোনও পারিশ্রমিকই হয় করদাতাদের করের টাকায়। দিনভর নিন্দিত হয়ে কাঞ্চন অবশেষে নতিস্বীকার করেন। ফের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে বলেন, তিনি ধর্নামঞ্চে কিছু মন্তব্য করে ফেলেছেন। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তিনি তাঁর বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।
advertisement
advertisement
ভিডিওতে কাঞ্চন জানান তাঁর বাড়িতেও স্ত্রী, অসুস্থ ব্যক্তি রয়েছেন। যাঁকে সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়ে। আরও অনেককেই প্রয়োজন অনুযায়ী পরিষেবার ব্যবস্থা করে দেন তিনি। কিন্তু তাঁর ধৈর্যচ্যুতির কারণ অন্যত্র। বলেন, তাঁর ভ্রাতৃসম এক বন্ধুর মা মৃতপ্রায় ছিলেন মস্তিষ্কে রক্তক্ষরণে। কা‍ঞ্চনের অভিযোগ, ডাক্তারদের ধর্মঘট থাকায় তাঁকে বাঁচানো যায়নি। সে দিনই তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। তবে কা‍ঞ্চন এও সংযোজন করেন যে ডাক্তার এবং ডাক্তারি পরিষেবা নিয়ে কোনও খারাপ মন্তব্য মন থেকে করতে চাননি। সকলে অশান্ত পরিস্থিতির চাপে। তিনিও আন্তরিক ভাবে ন্যায়বিচার চাইছেন নিহত তরুণী ডাক্তারের জন্য। ভিডিওর শেষে তিনি ফের সকলের কাছে ক্ষমা চেয়ে নেন।
advertisement
আরও পড়ুন : ‘একেবারে অচেনা হয়ে গেলি’…কাঞ্চনের ক্ষমাপ্রার্থনায় রাজনীতি দেখছেন দেবলীনা, মন্তব্যে বাকরুদ্ধ সুদীপ্তা
দুঃখপ্রকাশ এবং ক্ষমাপ্রার্থনার পরও কাঞ্চনের প্রতি সদয় হননি টলিউডের প্রতিবাদীরা৷ তাঁর ক্ষমা চাওয়ার মধ্যেও রাজনীতি দেখেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত৷ কাঞ্চনের মন্তব্যে বাকরুদ্ধ সুদীপ্তা তাঁকে ‘ত্যাগ’ দিয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় জানিয়েওছেন সে কথা৷ কনীনিকা এ বার কাঞ্চনকে সরাসরি জমিতে নামতে বললেন৷ তাঁর কথায়, ‘‘গ্রাউন্ডে নামো…তোমায় ছোট থেকে অন্যভাবে চিনতাম৷ তুমি কী বলছ এসব?’’
advertisement
কাঞ্চনের উদ্দেশে কনীনিকার প্রশ্ন, ‘‘এই সব চাকরির মাইনের পয়সা কোথা থেকে আসে বলতো?’’ উত্তরও দিয়েছেন নিজেই৷ বলেছেন, ‘‘আমরা দিই৷ আমাদের টাকাতেই সব ভান্ডার চলে৷’’ অভিনেতা তথা উত্তরপাড়ার বিধায়কের প্রতি কনীনিকার পরামর্শ বুঝে কথা বলার জন্য৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kanchan Mullick gets slammed by Koneenica Banerjee: ‘ও কাঞ্চনদা!...তোমায় ছোট থেকে অন্যভাবে চিনতাম...তুমি কী বলছ এসব?’’ আক্ষেপ ও ক্ষোভ উগড়ে দিলেন কনীনিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement