Kancha Badam Fame Bhuban Badyokor: সুপারস্টার জিৎ-এর শোয়ে সবার সামনেই বউ-কে চুমু খেলেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর

Last Updated:

পর্দায় সবার সামনেই স্ত্রীকে চুমু খেলেন তিনি (Bhuban Badyokor Kisses his wife)। এই দৃশ্য দেখে খানিক লজ্জাই পেলেন শোয়ের সঞ্চালক অর্থাৎ অভিনেতা জিৎ

#কলকাতা: ইদানীং রোজই কোনও না কোনও খবরে থাকছেন ভাইরাল গান 'কাঁচা বাদাম' (Kancha Badam) খ্যাত ভুবন বাদ্যকর (Kancha Badam Fame Bhuban Badyokor)! সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'দাদাগিড়ি'-র মঞ্চে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি, এবার ভুবন মুখোমুখি বাংলার সুপারস্টার জিতের(Jeet)। তবে একা নন, এবার ভুবন উপস্থিত জুটিতে! জিতের নতুন শো 'ইসমার্ট জোড়ি'-তে (Ismart Jodi) বউকে নিয়ে হাজির ভুবন বাদ্যকর (Kancha Badam Fame Bhuban Badyokor)।
জিতের নতুন এই শো-তে দেখা যাবে তারকা জুটিদের। সেখানেই আমন্ত্রিত ছিলেন ভুবন বাদ্যকর ও তাঁর স্ত্রী। সম্প্রতি এই শোয়ের এক ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে 'কাঁচা বাদাম' (Kancha Badam) গেয়ে নাচ জুড়েছেন ভুবন (Bhuban Badyokor)! এখানেই শেষ নয়, পর্দায় সবার সামনেই স্ত্রীকে চুমু খেলেন তিনি (Bhuban Badyokor Kisses his wife)। এই দৃশ্য দেখে খানিক লজ্জাই পেলেন শোয়ের সঞ্চালক অর্থাৎ অভিনেতা জিৎ।
advertisement
advertisement
শোয়ে জিৎ ভুবন বাদ্যকরের স্ত্রীকে প্রশ্ন করেন, স্বামী ভুবন বাদ্যকর তাঁকে আজ পর্যন্ত সবথেকে সুন্দর উপহার কী দিয়েছেন? উত্তরে তিনি বলেন, 'কিস দেয়'। জিৎ পালটা প্রশ্ন করেন, 'কীভাবে কিস দেন?'। তখনই স্ত্রীয়ের দুই গালে চুমু খেয়ে দেখান ভুবন।
advertisement
রাণু মণ্ডল এখন অতীত! ইদানীং ভাইরাল বললেই উঠে আসছে 'কাঁচা বাদাম' (Kancha Badam) খ্যাত ভুবন বাদ্যকর (Kancha Badam Fame Bhuban Badyokor)-এর নাম! বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুরালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন পেশায় বাদাম বিক্রেতা! বাদাম বিক্রি করতে করতে তিনি নিজের মনেই গাইতেন স্বরচিত 'কাঁচা বাদাম' গান! সেই গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই কাঁপিয়ে দাপিয়ে রাজ করতে শুরু করল ( kancha badam fame bhuban badyakar)! শুধু বাংলা নয়, ভুবন বাদ্যকরের কাঁচা বাদামে মজেছে বিদেশও! বর্তমনে ভাইরাল ভুবন বাদ্যকর বিশাল তারকা!
advertisement
কিছুদিন আগেই যখন দুর্ঘটনার কবলে পড়েন 'কাঁচা বাদাম' (Kacha Badam) গান খ্যাত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar), তখনই 'আমার নতুন গাড়ি' নামে একটি গান লেখেন তিনি! এবার সেই নতুন গানের শ্যুটিং করতেই ভুবন পাড়ি দিলেন মুম্বই। মুম্বইয়ে সাদামাটা ভুবন বাদ্যকরকে দেখে চেনাই দায়! মাথায় স্পাইক করা চুল, গলায় প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ির মতো  চেন, হাতের প্রতিটি আঙুলে সোনার আংটি। গানের স্টুডিও থেকে বেরিয়েই ভুবন জানালেন, প্রথমবার মুম্বই এসে তিনি খুব খুশি।
advertisement
জীবন অনেক পাল্টে গিয়েছে ভুবন বাদ্যকরের (Bhuban Badyokor)। তিনি এখন বিখ্যাত। বাদাম বিক্রি করার সময় দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর যে গান গাইতেন, আজ তা শুনছে অস্ট্রেলিয়া থেকে পতুর্গাল কিংবা তানজানিয়া। বানানো হচ্ছে রিল ভিডিও, নিমেষে সে-সব ভাইরালও হচ্ছে! এক কথায় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার নয়া সেনশেসন ভুবন। রোজই লোকের আনাগোনা লেগে রয়েছে, তাঁর সঙ্গে দেখা করতে ভিড় করছেন অনেকে। সেলফি তুলছেন, গান গাইতে বলছেন, রেকর্ড করছেন। ভোটের প্রচারেও তাঁকে দেখা যাচ্ছে সর্বত্র।  কিছুদিন আগেই শহরের একটি পাঁচতারা হোটেলে পরনে কালো ঝলমলে ব্লেজার, এক্কেবারে রকস্টার অবতারে দেখা মেলে ভাইরাল 'কাঁচা বাদাম' (Kancha Badam Viral Song) গানের শ্রষ্ঠা ভুবন বাদ্যকরের (Bhuban Badyokor)! সে কী গান, সে কী নাচ! ভুবনের সঙ্গে নাচ জুড়লেন বাংলা সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য, দর্শনা বনিক-সহ আরও অনেক! সবমিলিয়ে জমে ক্ষির ভুবন বাদ্যকরের (Bhuban Badyokor) জমজমাট নাচা-গানা (Bhuban Badyokor viral dance video)!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kancha Badam Fame Bhuban Badyokor: সুপারস্টার জিৎ-এর শোয়ে সবার সামনেই বউ-কে চুমু খেলেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement