Alia Bhatt: নিন্দুকেরাও বলছেন, 'তিনি যাতেই হাত দেন, সোনা ফলে'...শাড়িতে সুন্দরী আলিয়ার ছবিতে মাত নেটপাড়া

Last Updated:
এবার আলিয়া পাড়ি দিচ্ছেন সাগর-পাড়ে! হলিউডের ছবি ‘দ্য হার্ট অব স্টোন’-এ কাজ করবেন তিনি। তাঁর সহ-অভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান। গোয়েন্দা ঘরানার ছবিটি পরিচালনা করবেন টম হার্পার।
1/8
বলিটাউন এখন আলিয়া-ময়! সব্যসাচীর শাড়িতে ঝড় তুললেন সুন্দরী
বলিটাউন এখন আলিয়া-ময়! সব্যসাচীর শাড়িতে ঝড় তুললেন সুন্দরী
advertisement
2/8
২৫ ফেব্রুয়ারি মুক্তির দিন থেকেই বক্স অফিসে রাজ করছেন আলিয়া ওরফে গঙ্গুবাঈ! খান-কাপুরদের বুড়ো আঙুল দেখিয়ে ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। মাত্র ১৭ দিনে ১০৮ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে।
২৫ ফেব্রুয়ারি মুক্তির দিন থেকেই বক্স অফিসে রাজ করছেন আলিয়া ওরফে গঙ্গুবাঈ! খান-কাপুরদের বুড়ো আঙুল দেখিয়ে ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। মাত্র ১৭ দিনে ১০৮ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে।
advertisement
3/8
শত নিন্দুকেরাও গঙ্গুবাঈয়ের চরিত্রে আলিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন। সঞ্জয় লীলা ভন্সালীর ছবিতে আলিয়ার কাজ দেখে মুগ্ধ অক্ষয় কুমার থেকে বিদ্যা বালন।
শত নিন্দুকেরাও গঙ্গুবাঈয়ের চরিত্রে আলিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন। সঞ্জয় লীলা ভন্সালীর ছবিতে আলিয়ার কাজ দেখে মুগ্ধ অক্ষয় কুমার থেকে বিদ্যা বালন।
advertisement
4/8
এবার আলিয়া পাড়ি দিচ্ছেন সাগর-পাড়ে! হলিউডের ছবি ‘দ্য হার্ট অব স্টোন’-এ কাজ করবেন তিনি। তাঁর সহ-অভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান। গোয়েন্দা ঘরানার ছবিটি পরিচালনা করবেন টম হার্পার।
এবার আলিয়া পাড়ি দিচ্ছেন সাগর-পাড়ে! হলিউডের ছবি ‘দ্য হার্ট অব স্টোন’-এ কাজ করবেন তিনি। তাঁর সহ-অভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান। গোয়েন্দা ঘরানার ছবিটি পরিচালনা করবেন টম হার্পার।
advertisement
5/8
নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের ব্র্যান্ডে তৈরি হচ্ছে আলিয়ার প্রথম হলিউড ছবি। নেটফ্লিক্সের তরফে প্রথম জানানো হয় ভারতীয় অভিনেত্রীর হলিউড পাড়ির কথা। আলিয়া নিজেও ইনস্টাগ্রামের মাধ্যমে সুখবর দিয়েছেন ফ্যানেদের
নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের ব্র্যান্ডে তৈরি হচ্ছে আলিয়ার প্রথম হলিউড ছবি। নেটফ্লিক্সের তরফে প্রথম জানানো হয় ভারতীয় অভিনেত্রীর হলিউড পাড়ির কথা। আলিয়া নিজেও ইনস্টাগ্রামের মাধ্যমে সুখবর দিয়েছেন ফ্যানেদের
advertisement
6/8
খুব তাড়াতাড়িই বিয়ে করতে চলেছেন আলিয়া আর রণবীর কাপুর, যদিও মিঞা-বিবি এই নিয়ে মুখ খোলেননি!  মুম্বইয়ের বান্দ্রায় তৈরি হচ্ছে তাঁদের নতুন বাড়ি।
খুব তাড়াতাড়িই বিয়ে করতে চলেছেন আলিয়া আর রণবীর কাপুর, যদিও মিঞা-বিবি এই নিয়ে মুখ খোলেননি! মুম্বইয়ের বান্দ্রায় তৈরি হচ্ছে তাঁদের নতুন বাড়ি।
advertisement
7/8
 সূত্রের খবর রণবীর আর আলিবার বাড়িতে বাবা ঋষি কাপুরের জন্য থাকবে আলাদা একটি ঘর।
সূত্রের খবর রণবীর আর আলিবার বাড়িতে বাবা ঋষি কাপুরের জন্য থাকবে আলাদা একটি ঘর।
advertisement
8/8
জানা যাচ্ছে, ঋষির স্মৃতিকে আগলে রাখতেই এ হেন প্রয়াস আলিয়া-রণবীরের। সেই ঘরে থাকবে একটি বইয়ের তাক, প্রয়াত অভিনেতার প্রিয় চেয়ার এবং তাঁর স্মৃতি বিজড়িত আরও অন্যান্য জিনিস।
জানা যাচ্ছে, ঋষির স্মৃতিকে আগলে রাখতেই এ হেন প্রয়াস আলিয়া-রণবীরের। সেই ঘরে থাকবে একটি বইয়ের তাক, প্রয়াত অভিনেতার প্রিয় চেয়ার এবং তাঁর স্মৃতি বিজড়িত আরও অন্যান্য জিনিস।
advertisement
advertisement
advertisement