Nysa Devgn: গ্ল্যামার দুনিয়ায় হাতেখড়ি কাজলের মেয়ে নাইসার, এবার কি তবে বলিউড?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার হয়ে ফটোশ্যুট করলেন নাইসা। (Nysa Devgn)
#মুম্বই: বলিউডে স্টারকিডদের রমরমা। একের পর এক তারকার সন্তানরা দাপিয়ে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। তার সঙ্গে পরিচালক করণ জোহরও স্টারকিডদের বলিউডে অভিষেকের ক্ষেত্রে প্রত্যক্ষ ভাবে সাহায্য করেন, এ কথা নিজেই বলে থাকেন করণ। সম্প্রতি কাজল ও অজয় দেবগণের মেয়ে নাইসা দেবগণকেও (Nysa Devgn) দেখা গেল গ্ল্যামারের দুনিয়ায়। বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার হয়ে ফটোশ্যুট করলেন নাইসা। (Nysa Devgn)
কয়েকদিন আগেই এই কাজ করতে দেখা গিয়েছিল শাহরুখ খানের মেয়ে সুহানা খানকে। মণীশের ফ্যাশন আইকন হয়ে ফটোশ্যুট করেছিলেন সুহানা। এবার একই পথে দেখা যাচ্ছে নাইসাকে। আর তাতেই ভক্তদের প্রশ্ন, তবে কি নাইসাও এবার মা-বাবার মতোই অভিনয়ে পা রাখতে চলেছেন? হাই স্লিট গাউন পরে নাইসা পোজ দিয়েছেন ক্যামেরায়, যেন পরিচিত কোনও গ্ল্যামার-কন্যা। মিনিমাল মেক-আপে নজর কেড়েছেন নাইসা। (Nysa Devgn)
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: একদিনে এত কোটির ব্যবসা? RRR-এর বক্স অফিস কালেকশন দেখে ঢোক গিলছে বলিউড!
ভক্তরা এই ছবি দেখে অনেকেই লিখেছেন, তবে কি অভিনয় জগতে পা রাখছেন কাজলের মেয়ে? অনেকে আবার নাইসার মুখে কাজলের মিল পাচ্ছেন। কেউ আবার বলেছেন, চোখ একেবারে বাবা অজয় দেবগণের মতো। তবে নাইসার রূপ যে ভক্তদের মন জয় করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মণীশ মালহোত্রা শেয়ার করেছেন নাইসার ফটোশ্যুটের ছবি।
advertisement
নাইসার সঙ্গে ফটোশ্যুট করেছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরও। জাহ্নবী নিজেই সেই সব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ২০০৩ সালে জন্মেছেন কাজল ও অজয় দেবগণের মেয়ে নাইসা। তাঁদের দ্বিতীয় সন্তান পুত্র, তার নাম যুগ। নাইসা বিদেশে পড়াশোনা করেছেন। তবে অভিনয়ে যোগ নিয়ে এখনও নিশ্চিত কোনও খবর নেই বলিউডে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2022 3:13 PM IST