Shah Rukh Khan-Kajol: ‘পাঠানের আয় সত্যি কত?’ কেন শাহরুখকে জিজ্ঞেস করতে চান কাজল? বন্ধুত্বে ছেদ?

Last Updated:

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখের ‘পাঠান’। ব্লক ব্লাস্টার হিট এই ছবির বিশ্বজুড়ে বক্স অফিস কালেকশন ১০০০ কোটি টাকা। কিন্তু এই খবরে কি কোনও ধোঁয়াশা আছে? সম্প্রতি কাজলের করা একটি মন্তব‍্যে এমনই ইঙ্গিত পেয়েছেন নেটিজেনেরা।

বলিউডের অন‍্যতম সেরা জুটিদের কথা বলতে গেলে শাহরুখ-কাজলের নাম আসবেই। তাঁদের উপস্থিতি পর্দায় অন‍্য মাত্রা এনে দেয়। বাস্তবেও শাহরুখ খান এবং কাজল একে অপরের ভীষণ কাছের বন্ধু বলেই জানা যায়। দু’জনকেই দু’জনের কাজের ভূয়সী প্রশংসা করতে শোনা যায়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখের ‘পাঠান’। ব্লক ব্লাস্টার হিট এই ছবির বিশ্বজুড়ে বক্স অফিস কালেকশন ১০০০ কোটি টাকা। কিন্তু এই খবরে কি কোনও ধোঁয়াশা আছে? সম্প্রতি কাজলের করা একটি মন্তব‍্যে এমনই ইঙ্গিত পেয়েছেন নেটিজেনেরা।
‘দ‍্য ট্রায়াল’ দিয়ে প্রথমবার ওটিটিতে পদার্পণ করলেন কাজল। এই ওয়েব সিরিজের প্রচারে সংবাদমাধ‍্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারেই বিতর্কিত মন্তব্যটি করে বসেন কাজল৷ ‘‘শাহরুখকে কী প্রশ্ন করতে চান?’’ সঞ্চালকের এই প্রশ্নের জবাবে কাজল বলেন ,‘‘পাঠানের সত্যিই বক্স অফিস কালেকশন কত?’’৷ এরপরেই কাজলের হাসি৷
advertisement
advertisement
কাজল এর চেয়ে বেশি কিছু বলেননি৷ তবে এতেই বিতর্ক দানা বাঁধে৷ ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকেই মনে করছেন পাঠানের বক্স অফিস কালেকশন নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ এক ব্যক্তি লিখেছেন,‘‘আমার প্রথম থেকেই সন্দেহ ছিল৷ ধন্যবাদ কাজল ম্যাম আমাদের একটা ক্লু দেওয়ার জন্য৷’’
advertisement
অবশ্য অনেকেই আবার ব্যাপারটাকে নেহাত মজা বলেই ভেবেছেন৷ কেউ কেউ আবার মনে করছেন যতটা বলা হয়েছে পাঠানের আয় আসলে তার চেয়ে বেশি৷ আর এটাই বলতে চেয়েছেন কাজল৷ তবে এসবই নেটিজেনদের ধারণা৷ বন্ধুর সাফল্যে বেশ খুশি কাজল, কিছুদিন আগেই অন্য একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan-Kajol: ‘পাঠানের আয় সত্যি কত?’ কেন শাহরুখকে জিজ্ঞেস করতে চান কাজল? বন্ধুত্বে ছেদ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement