kajol: ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুম্বন! OTT-তে পা রাখতেই ভোলবদল কাজলের, ভাঙলেন ৩১ বছরের নিয়ম

Last Updated:
kajol: রোম্যান্টিক সিনে আজ পর্যন্ত চুম্বন করতে দেখা যায়নি অভিনেত্রী কাজলকে৷ বরং নো কিসিং পলিসি-তেই আত্মবিশ্বাসী ছিলেন নায়িকা৷ এবার সেই নিয়ম ভাঙলেন নায়িকা৷
1/6
বলিউড অভিনেত্রী কাজল মানেই এক অন্যরকম উন্মাদনা৷ শাহরুখ-কাজল জুটির রোম্যান্স আজও সকলের মুখে মুখে৷ রোম্যান্টিক সিনে আজ পর্যন্ত চুম্বন করতে দেখা যায়নি অভিনেত্রীকে৷ বরং নো কিসিং পলিসি-তেই আত্মবিশ্বাসী ছিলেন নায়িকা৷ এবার সেই নিয়ম ভাঙলেন নায়িকা৷
বলিউড অভিনেত্রী কাজল মানেই এক অন্যরকম উন্মাদনা৷ শাহরুখ-কাজল জুটির রোম্যান্স আজও সকলের মুখে মুখে৷ রোম্যান্টিক সিনে আজ পর্যন্ত চুম্বন করতে দেখা যায়নি অভিনেত্রীকে৷ বরং নো কিসিং পলিসি-তেই আত্মবিশ্বাসী ছিলেন নায়িকা৷ এবার সেই নিয়ম ভাঙলেন নায়িকা৷
advertisement
2/6
 বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গেও কখনও অন্তরঙ্গ চুম্বন করতে দেখা যায়নি কাজলকে৷ কিন্তু প্রথমবার ওটিটি-তে পা রেখেই পুরো অন্য রূপ দেখালেন নায়িকা৷ মুহূর্তের মধ্যে যেন আরও বেশি সাহসী হয়ে উঠলেন কাজল৷
বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গেও কখনও অন্তরঙ্গ চুম্বন করতে দেখা যায়নি কাজলকে৷ কিন্তু প্রথমবার ওটিটি-তে পা রেখেই পুরো অন্য রূপ দেখালেন নায়িকা৷ মুহূর্তের মধ্যে যেন আরও বেশি সাহসী হয়ে উঠলেন কাজল৷
advertisement
3/6
 গত ২৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে 'লাস্ট স্টোরিজ ২' ৷ যেখানে দেবযানী সিংহের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কাজলকে৷ আসলে দেবযানী বৈবাহিক ধর্ষণের শিকার৷  অভিনেতা কুমুদ মিশ্রর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে৷
গত ২৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে 'লাস্ট স্টোরিজ ২' ৷ যেখানে দেবযানী সিংহের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কাজলকে৷ আসলে দেবযানী বৈবাহিক ধর্ষণের শিকার৷ অভিনেতা কুমুদ মিশ্রর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে৷
advertisement
4/6
 এই প্রথমবার দীর্ঘ ৩১ বছরের প্রথা ভেঙে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেল নায়িকাকে৷ কার জন্য নিয়মভঙ্গ করলেন অভিনেত্রী? মুহূর্তের মধ্যে কাজলের এই অন্তরঙ্গতা নেটদুনিয়ায় ঝড় তুলেছে৷
এই প্রথমবার দীর্ঘ ৩১ বছরের প্রথা ভেঙে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেল নায়িকাকে৷ কার জন্য নিয়মভঙ্গ করলেন অভিনেত্রী? মুহূর্তের মধ্যে কাজলের এই অন্তরঙ্গতা নেটদুনিয়ায় ঝড় তুলেছে৷
advertisement
5/6
 অন্যদিকে 'ট্রায়াল' সিরিজেও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কাজল৷ যেখানে আইনজীবী নয়নিকা সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন কাজল৷ অভিনেতা আলি খান এবং যিশু সেনগুপ্তর সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে লিপ্ত হতে দেখা গেছে অভিনেত্রীকে৷
অন্যদিকে 'ট্রায়াল' সিরিজেও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কাজল৷ যেখানে আইনজীবী নয়নিকা সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন কাজল৷ অভিনেতা আলি খান এবং যিশু সেনগুপ্তর সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে লিপ্ত হতে দেখা গেছে অভিনেত্রীকে৷
advertisement
6/6
ওটিটি-তে পা রেখেই কাজলের এই সাহসীকতা সকলেরই নজর কেড়েছে ৷ আমেরিকান সিরিজ দ্য গুড ওয়াইফের অভিযোজন ট্রায়াল-এ  অভিনেত্রীর অভিনয়ও প্রশংসিত হয়েছে ঠিকই, পাশাপাশি এসেছে মিশ্র প্রতিক্রিয়াও৷
ওটিটি-তে পা রেখেই কাজলের এই সাহসীকতা সকলেরই নজর কেড়েছে ৷ আমেরিকান সিরিজ দ্য গুড ওয়াইফের অভিযোজন ট্রায়াল-এ অভিনেত্রীর অভিনয়ও প্রশংসিত হয়েছে ঠিকই, পাশাপাশি এসেছে মিশ্র প্রতিক্রিয়াও৷
advertisement
advertisement
advertisement