Kajol | Dil Se: মণীশা নয়, শাহরুখ-কাজলেরই হত ‘দিল সে’! এত বড় সুযোগ হাতছাড়া কীভাবে? এবার ফাঁস

Last Updated:

দিল সে ছবির নানা মুহূর্ত এখনও উজ্জ্বল হয়ে আছে আমাদের মনে। সেই ছবিতেই যদি দেখা যেত কাজল আর শাহরুখ খানের জুটি, তাহলে কেমন হত?

মুম্বই: ‘দিল সে’ সিনেমার প্রথম দৃশ্য৷ প্রথম ঝড়-জলের রাতে চাদর মুড়ি দেওয়া ‘মেঘনা’র সাথে প্রথম দেখা ‘অমরে’র৷ ‘মেঘনা’র ভূমিকায় মণীশা কৈরালা এবং ‘অমরে’র ভূমিকায় শাহরুখ৷ এখন ভাবুন, এই জায়গায় যদি মণীশা-শাহরুখের জুটির বদলে পর্দায় দেখা যেত শাহরুখ কাজলকে৷ তাহলে? এমন সুবর্ণ সুযোগই নাকি হেলায় হারিয়েছিলেন কাজল৷ কী ভাবে? সেই গোটা গল্পই এবার ফাঁস করে দিলেন পরিচালক করণ জোহর৷
মণি রত্নম৷ যাঁর সিনেমায় সেলুলয়েডের প্রতিটাই ফ্রেম যেন কবিতা৷ যাঁর সিনেমায় নারী চরিত্রের রেখাঙ্কন ঘোর ধরায়, অবাক করে৷ সেই মণিরত্নমই নাকি ‘দিল সে’ সিনেমায় নিতে চেয়েছিলেন কাজল কে৷ কিন্তু, কাজল নাকি প্রথমে ভেবেছিলেন তাঁকে কেউ বোকা বানাচ্ছে৷ ঠিক কী ঘটেছিল সেদিন, এবার তা জানা গেল করণ জোহরের সৌজন্যে।
আরও পড়ুন: শেষ সম্বল ছিল হাত! ‘ইঁদুর-চালে’ কীভাবে উদ্ধার…জানাল ঝাঁসির ‘র‍্যাট’ বাহিনী
‘কফি উইথ করণ’ সিজন ৮-এর পরের পর্বে অতিথি হয়ে আসছেন কাজল৷ থাকছেন রানি মুখোপাধ্যায়ও। দুজনেই পরিচালকের কুছ কুছ হোতা হ্যায় ছবির অংশ, ফলে, সেই ছবির কথাও উঠে এসেছে এই এপিসোডো। গল্পচ্ছলে করণ বলছিলেন, কীভাবে তিনি চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন কাজল আর শাহরুখকে। করণ বলেন, ‘‘তোমার (কাজল) মনে আছে, আমরা শাহরুখের পুরনো বাড়ি, অমৃত অ্যাপার্টমেন্টের একটা ঘরে বসেছিলাম? সামনেই টেরেস ছিল? চিত্রনাট্য (কুছ কুছ হোতা হ্যায়) শুনে তুমি কাঁদছিলে, পড়তে পড়তে আমিও কাঁদছিলাম৷ আর শাহরুখ শুধু চুপ করে বসে আমাদের দেখছিল, হয়ত ভাবছিল আমরা দুজনেই পাগল হয়ে গিয়েছি৷”
advertisement
advertisement
এর পরেই করণ জানান যে, ওই দিন কাজলের কাছে একটা ফোন এসেছিল। করেছিলেন খোদ মণি রত্নম৷ তাঁর ‘দিল সে’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়ার জন্যই কাজলকে ফোন করেছিলেন তিনি। কিন্তু কাজল তা বিশ্বাসই করতে পারেনি৷ ভেবেছিলেন কেউ মজা করছে। কষে এক বকুনি দিয়ে ফোনে বলেছিলেন, ‘‘যিনি ফোন করছেন, তিনি যদি মণি রত্নম হন, তাহলে আমি টম ক্রুজ!’’ বলে কটাস করে সেদিন ফোন রেখে দেন কাজল৷
advertisement
এমন তো হতেই পারে, তাই না! এত বড় মাপের কোনও পরিচালকের কাছ থেকে হঠাৎ কোনও ফোন পেয়ে কোনও নায়িকা সেটা বিশ্বাস না-ও করতে পারেন প্রথম বারে৷ তাহলে কি দ্বিতীয় বার আর কাজলের সঙ্গে যোগাযোগ করেননি মণি রত্নম? নাকি, মূখ্য চরিত্রের জন্য কাজলকে ভাবছিলেন না পরিচালক?
আরও পড়ুন: পোশাকে প্রতিবাদ! শাহী সফরের দিনেই ‘বিশেষ’ শাড়িতে বিধানসভায় মমতা
করণকে বলতে শোনা গিয়েছে, শেষ পর্যন্ত কাজল ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটাই হাতে নেন! তাহলে? তাহলে কি ‘মেঘনা’র চরিত্রে নয়, ‘প্রীতি’র অভিনীত চরিত্রে মণি রত্নমের প্রথম পছন্দ ছিলেন কাজল? চরিত্রটি মুখ্য না হওয়ার কারণেই কি তাহলে মণি রত্নমের ছবি করতে রাজি হননি তিনি৷ যে চরিত্রে পরে অভিনয় করেন সেই সময়ের নবাগতা ‘প্রীতি জিন্টা’!
advertisement
কোন চরিত্রের জন্য কাজলকে ‘দিল সে’ ছবিতে চেয়েছিলেন মণি রত্নম? দেখা যাক, সেটা কফি উইথ করণের এই পর্বে জানা যায় কি না!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kajol | Dil Se: মণীশা নয়, শাহরুখ-কাজলেরই হত ‘দিল সে’! এত বড় সুযোগ হাতছাড়া কীভাবে? এবার ফাঁস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement