বিয়ের আগেই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ কাজল আগরওয়াল, গোপন এনগেজমেন্টের ছবি ভাইরাল

Last Updated:

ক্যামেরার সামনেই কাজল আর গৌতমকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় ।

#মুম্বই: রীতিমতো হইহই করে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিচলু ৷ তবে এই করোনা পরিস্থিতিতে শুধুই ঘনিষ্ঠদের সঙ্গে তাঁরা সেলিব্রেট করলেন এই স্পেশ্যাল দিনটি । মাস খানেক আগে নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর সকলকে জানিয়েছিলেন । কিন্তু কেউই জানতে পারেননি তলতলে অনেকদিন ধরেই চলছিল প্রস্তুতি । এমনকি মাস পাঁচেক আগে যে কাজল-গৌতমের এনগেজমেন্ট হয়ে গিয়েছে, তাও অজানা ছিল ।
কেউ টেরটিও পাননি, লকডাউনের মধ্যে, গত জুন মাসেই গৌতমের সঙ্গে এনগেজমেন্ট সেরে রেখেছিলেন ‘সিংঘম’-এর নায়িকা । সেই খবর, ছবি কিছুই প্রকাশ্যে আসতে দেননি তিনি । অবশেষে নিজেই হাটে হাঁড়ি ভাঙলেন । এনগেজমেন্টের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি ।
advertisement
advertisement
রিং সেরিমনির কয়েকটি ছবি পোস্ট করেছেন নায়িকা । মনীশ মালহোত্রার ব্রাইট ইয়েলো রঙের সিফন-জারদৌসি শাড়িতে সেজেছিলেন কাজল । গৌতম পরেছিলেন ক্রিম রঙা শেরওয়ানি । দু’জনের মুখেই ছিল ম্যাচিং মাস্ক । এনগেজমেন্টের ফোটোসেশনে কাজল আর গৌতমকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় ।
advertisement
বিয়ের আগে পর্যন্ত হবু স্বামীর সঙ্গে কোথাও দেখা যায়নি কাজলকে । কোনও ছবিও শেয়ার করেননি তাঁরা । কাজল বরাবরই একটু প্রাইভেট পার্সন । ব্যক্তিগত জীবনকে গোপনে রাখতেই স্বচ্ছন্দ্যবোধ করেন তিনি । বিয়ের অনুষ্ঠানেও সেই ছায়াই দেখা গেল । বিয়ের মাত্র চার দিন আগে দশেরা উপলক্ষে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর হবু স্বামীর । একসঙ্গে সকলকে দশেরার শুভেচ্ছা জানিয়েছিলেন কাজল ও গৌতম ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের আগেই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ কাজল আগরওয়াল, গোপন এনগেজমেন্টের ছবি ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement