Kacha Badam Viral Song: বেজায় চটেছেন 'কাঁচা বাদাম' ভাইরাল গানের স্রষ্টা ভুবন বাদ্যকর, দ্বারস্থ হলেন পুলিশের

Last Updated:

ইদানীং নেট দুনিয়ায় ভাইরাল 'কাঁচা বাদাম' গান (Kacha Badam Viral Song)! আট থেকে আশির মুখে মুখে ফিরছে 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম , আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম (Kacha Badam Viral Song)।'! এই গানের স্রষ্টা ভুবন বাদ্যকর

#বীরভূম: ইদানীং নেট দুনিয়ায় ভাইরাল 'কাঁচা বাদাম' গান (Kacha Badam Viral Song)! আট থেকে আশির মুখে মুখে ফিরছে 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম , আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম (Kacha Badam Viral Song)।'! এই গানের স্রষ্টা ভুবন বাদ্যকর, বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা।
advertisement
advertisement
'কাঁচা বাদাম' (Kacha Badam Viral Song) গান দিয়ে অনেকেই সোশাল মিডিয়াতে রমরমিয়ে ব্যবসা করছেন। এখানেই শেষ নয়! বাংলাদেশের এক ব্যক্তি তো আরও একধাপ এগিয়ে ভুবন বাদ্যকরের গানকে নিজের কপিরাইট বানিয়ে নিয়েছেন (Kacha Badam Viral Song)। আর এসবেই বেজায় চটেছেন গায়ক। অবিলম্বে নিজের গানের কপিরাইট দাবি ও অন্য কেউ যাতে তাঁর সৃষ্ট গান নিয়ে ব্যবসা করতে না পারে, সেই আবেদন জানিয়ে  দুবরাজপুর থানার দ্বারস্থ হলেন তিনি। শুক্রবার তিনি দেখা করেন দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের সঙ্গে। এও জানান, তিনি আতঙ্কে আছেন, আর তাই থানায় আসেন মুখ হেলমেট দিয়ে ঢেকে, যাতে কেউ তাঁকে চিনতে না পারে! কিন্তু থানায় ঢুকতে না ঢুকতেই 'তারকা' ভুবন বাদ্যকরকে ঘিরে শুরু হয় সেলফি তোলার হিড়িক।
advertisement
ভুবন পুলিশকে জানান, 'কাঁচা বাদাম' গানটি কেউ বা কারা অসৎ ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করছেন। গানটি তাঁরই এবং তাঁর সম্মান তাঁকেই যেন ফিরিয়ে দেওয়া হয়। ভুবন বাদ্যকর মৌখিকভাবে পুলিশকে অভিযোগ জানিয়েছেন। দুবরাজপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। বাড়িতে তাঁর যাতে কোনও অসুবিধা না হয়, সেইজন্য প্রতিনিয়ত খোঁজ রাখছেন দুবরাজপুর থানার সিভিক ও ভিলেজ পুলিশ।
advertisement
'কাঁচা বাদাম' গানটি ভাইরাল হওয়ার পর থেকেই ভুবনের বাড়িতে ভিড় জমাচ্ছেন কাতারে কাতারে মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গা তো বটেই, মানুষ আসছেন বাংলাদেশ থেকেও। শুধু পশ্চিমবঙ্গ নয়, গানটি তুমুল জনপ্রিয় হয়েছে বাংলাদেশেও। সে দেশের অনেক ইউটিউবার ভুবন বাদ্যকরের সঙ্গে ইতিমধ্যে নাচও করে গিয়েছেন। এতে বেজায় চটছেন গ্রামের বাসিন্দারাও ৷ তাঁদের অভিযোগ, এতে ভুবনের কোনও  লাভই হচ্ছে না! জানা গিয়েছে, ভুবন বাদ্যকার  সাইবার ক্রাইমেরও দ্বারস্থ হতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kacha Badam Viral Song: বেজায় চটেছেন 'কাঁচা বাদাম' ভাইরাল গানের স্রষ্টা ভুবন বাদ্যকর, দ্বারস্থ হলেন পুলিশের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement