Home /News /life-style /
Viral Video: 'টিপ টিপ বরসা পানি'-তে দুটো সাপের নাচ, ঠিক যেন অক্ষয়-ক্যাটরিনা,দেখুন ভিডিও--

Viral Video: 'টিপ টিপ বরসা পানি'-তে দুটো সাপের নাচ, ঠিক যেন অক্ষয়-ক্যাটরিনা,দেখুন ভিডিও--

লম্বা লম্বা ঝোপের মাঝে দুটো হলুদ সাপের অবাক-করা নাচ দেখে নেটিজেনরা বলছেন, ঠিক যেন 'সূর্যবংশী'-র অক্ষয়-ক্যাটরিনা

 • Share this:

  #তামিলনাড়ু: হালে মুক্তি পাওয়া 'সূর্যবংশী' ছবির 'টিপ টিপ বরসা পানি'-তে ক্যাটরিনা কাইফের আগুন জ্বালানো নাচ ইতিমধ্যেই দর্শককূলের প্রশংসা কুড়িয়েছে, দেখে দেখেও আশ মেটাতে পারছেন না ক্যাট অনুরাগীরা! এবার ঘটল এক মজার ঘটনা! নেট দুনিয়ায় সদ্য ভাইরাল হয়েছে বৃষ্টির মধ্যে দুটো সাপের অভূতপূর্ব নাচ! লম্বা লম্বা ঝোপের মাঝে দুটো হলুদ সাপের অবাক-করা নাচ দেখে নেটিজেনরা বলছেন, ঠিক যেন 'সূর্যবংশী'-র অক্ষয়-ক্যাটরিনা (Viral Video)! কী অদ্ভুতভাবে দুটো সাপ একে অপরকে পেঁচিয়ে নাচ জুড়েছে, ঠিক যেন হাওয়ায় ভাসছে দুটো সাপ! মনে হবে যেন কোনও নামযাদা কোরিওগ্রাফার তাদের ডান্স সিকোয়েন্স-টা কোরিওগ্রাফ করে দিয়েছে (Viral Video) !

  দেখুন সেই ভিডিও--

  ভিডিওটি তামিলনাড়ুর তেনকাশি জেলার, রেকর্ড করেছেন অক্ষয় শিবরমন নামের এক মহিলা। তিনি রোজকার মতোই হাঁটতে বেরিয়েছিলেন! সেদিন খুব বৃষ্টি পড়ছিল। হঠাৎ তার নজরে আসে ঝোপের মধ্যে দুটো সাপ কী অদ্ভুত সুন্দর নাচছে! তখনই সাপের নাচের ভিডিওটি রেকর্ড করে নেন শিবরমন। তিনি জানান, '' ভিডিওটি শ্যুট করার সময় বিন্দুমাত্র ভয় পাইনি। এরকম সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য ক'জনের হয়?''

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Viral Video

  পরবর্তী খবর