K-Pop Singer Oh Chang Hoon: মাত্র ৪৭-এ প্রয়াত জনপ্রিয় পপ তারকা! ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে শেষমেষ পরাজিত

Last Updated:

K-Pop Singer Oh Chang Hoon: দক্ষিণ কোরিয়ার পপ তারকা ১৪ নভেম্বর মঙ্গলবার মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৭ বছর।

কলকাতা: কে-পপ শিল্পী ওহ চ্যাং হুন প্রয়াত। তিনি ওয়ান টু-এর সদস্য ছিলেন। দক্ষিণ কোরিয়ার এই তারকা ১৪ নভেম্বর মঙ্গলবার মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৭ বছর। জানা গিয়েছে, তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি দক্ষিণ কোরিয়ার অন্যতম JYP এন্টারটেইনমেন্টের অংশ ছিলেন। জানা গিয়েছে, ওহ চ্যাং হুন কোরিয়ার সময় অনুযায়ী সকাল সাড়ে ছ’টায় মারা যান। কে পপ তারকা কোলন ক্যানসার এবং নিউরোএন্ডোক্রাইন ক্যানসারের স্টেজ ৪-এর সঙ্গে লড়াই করছিলেন। তাঁর সম্প্রতি অস্ত্রোপচার হয়েছিল এবং হাসপাতালে তাঁকে পর্যবেক্ষণ করা হচ্ছিল।
কোরিয়াবুর রিপোর্ট অনুযায়ী, শিল্পী সং হো বুম জানিয়েছেন, ওহ চ্যাং হুনের স্বাস্থ্য গত মাসে খারাপ হয়েছে। তিনি বলেন, “চ্যাং হুনের ক্যানসারের চিকিৎসা চলছিল এবং তিনি ভাল হয়ে উঠছিলেন। আমরাও আশাবাদী ছিলাম। নিউরোএন্ডোক্রাইন টিউমার এমন একটি রোগ, যার দ্রুত অবনতি হয়। গত মাসে তাঁর স্বাস্থ্য দুর্বল হয়ে পড়েছিল এবং চিকিৎসায় মন দিতে গিয়ে তিনি মারা যান।”
advertisement
advertisement
কে-পপ শিল্পী ওহ চ্যাং হুন JYP এন্টারটেইনমেন্টের অধীনে ২০০৩ সালে আত্মপ্রকাশ করেন। তিনি কে-পপ ডুও গ্রুপ গ্রুপ ওয়ান টু-এর সদস্য ছিলেন। হো বাম গানের সঙ্গে ‘নাও, হিপস’ এবং ‘থাম্প থাম্প’-এর মতো হিট গান দিয়েছেন। ওহ চ্যাং হুন তাঁর বান্ধবীকে ২০১৯সালে বিয়ে করেন এবং তাঁরা একটি ছেলে আছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
K-Pop Singer Oh Chang Hoon: মাত্র ৪৭-এ প্রয়াত জনপ্রিয় পপ তারকা! ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে শেষমেষ পরাজিত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement